২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এফপিটি ইন্ডাস্ট্রিয়ালের ইঞ্জিন এখন বাংলাদেশে

-

বিশ্বখ্যাত ইতালিয়ান ইঞ্জিন ব্র্যান্ড এফপিটি ইন্ডাস্ট্রিয়ালের সব ধরনের ইঞ্জিন ও জেনারেটর এখন বাংলাদেশে মিলবে। ৩০ থেকে ৬৫০ কেভিএ ক্ষমতাসম্পন্ন এ জেনারেটর বাংলাদেশের ক্রেতাদের কাছে নিয়ে এসেছে এফপিটি ইন্ডাস্ট্রিয়ালের একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটর বাংলামার্ক করপোরেশন। ১৫০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন গিনেস রেকর্ডধারী এবং ফেরারি, সেনেবোগেন, কোয়েলমো, ইভেকো, মেগিরাসসহ আরো অনেক নামি প্রতিষ্ঠানে নিয়মিত ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠানÑ এফপিটি ইন্ডাস্ট্রিয়ালের বাংলাদেশে পথচলা শুরু হলো ২ অক্টোবর। এ উপলক্ষে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রোডাক্ট, আনভেইলিং, সাংবাদিক ও ক্রেতাদের প্রশ্ন-উত্তর এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক পথচলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএসসিডি, এলজিইডি, বাংলাদেশ পুলিশসহ সরকারি ঊর্ধ্বতন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ ছাড়া বসুন্ধরা, মেঘনা, বিএম এনার্জির মতো স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement