২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পর্দার নানা ঢং

-

আজকাল পর্দা কিনতে বা বানাতে গেলে চিন্তার শেষ নেই। নানা রকম ডিজাইন, নানা রকম কাপড়। কোনটা ছেড়ে কোনটা কিনি। তা ছাড়া বাসার পর্দাগুলো যেন একটু আনকমন হয় সে দিকেও তো খেয়াল রাখতে হবে। আজ থাকছে পর্দার কিছু ডিজাইন যা আপনার ঘরে নতুনত্ব নিয়ে আসবে। লিখেছেন তাসফিয়া তাজিন
আইলেট ডিজাইন : এই ডিজাইনটি মার্জিত এবং রুচিশীল। পর্দার উপরের দিকের কিছু অংশ রঙিন, বাকিটুকু একদম সাদা। চেয়ারে রাখা কুশনটিও পর্দার নকশার সাথে মিলিয়ে রাখা হয়েছে। পর্দার নিচের অর্ধেক চওড়া সাদা বেল্ট দিয়ে দেয়ালে আটকে রাখা হয়েছে।
ট্যাব টব ডিজাইন : এই পর্দার ডিজাইনের উপরের অংশটি ঘোরানো এবং এটি সামনে বোতাম দিয়ে আটকানো, তাই একে ট্যাব টব বলা হয়। পুরো পর্দাটি প্লেইন এবং হালকা রঙের, চারদিকে গাঢ় রঙের মোটা বর্ডার। দেয়ালের সাথে পর্দা আটকানোই বেল্টও হবে বর্ডারের রঙের সাথে ম্যাচ করে। এটি আপনার বাড়িকে পরিপাটি একটি লুক দেয়।
শিয়ার ডিজাইন : হালকা ধরনের ফ্যাব্রিক দিয়ে এই পর্দা বানাতে হয়। এখানে সাদা ও ধূসর রঙ ব্যবহার করা হলেও আপনি আপনার পছন্দ মতো দু’টি রঙ বেছে নিতে পারেন। উপরের দিকে পর্দার রঙেরই আলাদা দু’টি কাপড় ঝুলিয়ে স্তর দেয়া হয়েছে। যদিও কাপড় দুটো সেলাই করে সেট করা, কিন্তু দেখে মনে হবে সেলাই ছাড়া এমনিতেই ঝুলিয়ে রাখা হয়েছে। একপাশ বড়, আরেকপাশ ছোট রেখে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
লেস ওভারলে ডিজাইন : এই ডিজাইনের বৈশিষ্ট্য হলোÑ এটি দুই লেয়ারের হয়। নিচের লেয়ারটি একদম প্লেইন একরঙা কাপড় হবে। তার ওপর পর্দার সমান আকারের আরেকটি পর্দা থাকবে যা হবে পুরোটা লেসের। লেসের পর্দাটি হবে সাদা রঙের। তাই এই ডিজাইনের পর্দা বানালে ভেতরের পর্দাটি হালকা রঙ বেছে নিতে চেষ্টা করবেন। সাদার সাথে হালকা রঙ মানায় ভালো।
সফট হোম ডিজাইন : এই পর্দার ডিজাইনটি সাধারণত কিশোরী বা তরুণীদের বেডরুমে ভালো মানায়। হালকা ফ্যাব্রিকের পর্দায় পাঁচ-ছয়টি ধাপে কুচি বা ফ্রিল থাকবে। পর্দাটির নিচের অংশ মেঝে ছুঁয়ে থাকবে। এটি পছন্দসই যেকোনো রঙেই মানাবে, তবে খেয়াল রাখতে হবে, ঘরের দেয়াল ও আসবাবপত্রের রঙের সাথে যেন সামঞ্জস্য বজায় থাকে।
ডিজিটাল প্রিন্ট পর্দা : ডিজিটাল প্রিন্টের বদৌলতে বাজারে এখন গাছপালা, পাখি, মাছ, চাঁদ-সূর্য, মেঘ অনেক ধরনের ছবি আঁকা পর্দা পাওয়া যায়। শিশুদের বেডরুমের জন্য এই পর্দার জুড়ি নেই। শিশুদের মনমতো যেকোনো ছবি আঁকা পর্দা জানালায় ঝুলিয়ে দিলে শিশুরা যেমন খুশি হবে, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়বে। যেহেতু শিশুর ঘর, তাই উজ্জ্বল রঙবেরঙের পর্দা ব্যবহার করতে কোনো বাধা নেই। দেয়ালের রঙের সাথে না মিললেও খারাপ লাগবে না।

 


আরো সংবাদ



premium cement