২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হিজাবি চুলের যতœ

-

হিজাব পরার কারণে যেহেতু চুল অনেক সময় ধরে ঢাকা থাকে, তাই হিজাবিদের চুলের চাই কিছু বাড়তি যতœ। জেনে নিন কী কী করলে হিজাবের ভেতরেও চুল থাকবে সুন্দর
হ হিজাব পরলে যদিও চুল রোদ ও ধুলাবালুর হাত থেকে বাঁচে, হিজাবের ভেতর চুল ঘামে ভেজার কারণে এবং ঘাম শুকানোর সুযোগ কম থাকায় অনেকের চুল পড়া সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরে ফেরার সাথে সাথে চুল খুলে শুকিয়ে নিন।
হ মাঝে মাঝে চুলে হালকা রোদ লাগানো ভালো। বাইরে তো চুলে রোদ লাগানো সম্ভব না, তাই ঘরেই চেষ্টা করুন জানালা খুলে দিয়ে চুলে খানিকটা রোদ লাগাতে। প্রতিদিন ৩-৪ মিনিট অথবা সপ্তাহে মোট ৩০ মিনিট চুলে রোদ লাগালে চুল পাবে প্রয়োজনীয় ভিটামিন-ডি।
হ অনেক সময় ধরে হিজাব পরে থাকার কারণে চুলের গোড়া ও মাথার ত্বকে চাপ সৃষ্টি হয়। মাঝে মাঝে আঙ্গুল দিয়ে মাথার ত্বক হালকা মাসাজ করুন। এতে মাথার রক্তসঞ্চালন ভালো হয়।
হ প্রাকৃতিক উপাদানে তৈরি কাপড়, যেমন সুতি বা সিল্কের হিজাব চুল ভালো রাখার জন্য সবচেয়ে উপযোগী। আরটিফিশিয়াল উপাদানে তৈরি কাপড় যেমন নাইলন চুলের সাথে ঘষা লাগলে চুল ভাঙার ও চুলের আগা ফাটার কারণ হতে পারে। আরটিফিশিয়াল উপাদানে তৈরি হিজাব যদি পরতেই হয় তাহলে ভেতরে একটি সুতি বা সিল্ক কাপড় দিয়ে চুল পেঁচিয়ে নিতে হবে।
হ ভেজা চুল বাঁধা যাবে না। কারণ ভেজা চুল বাঁধলে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুলপরা ও চুল ভাঙার কারণ হয়। ভেজা চুল বাঁধা মাথায় খুশকি হওয়ার কারণগুলোর মাঝে একটি। তাই হিজাব পরার আগে চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
হ চুল ঢাকা থাকে বলে যে তার যতœ নিতে হবে না এমনটি কিন্তু ভুলেও ভাবা যাবে না। নিয়মিত চুল আঁচড়াতে হবে যাতে চুলে জট বেঁধে না যায় এবং রক্তসঞ্চালন ভালো মতো হয়। চুল প্রতিদিন না আঁচড়ালে চুলে খুশকি দেখা দেয়।
হ চুলের আগা ২-৩ মাস পরপর ছেঁটে নেয়া ভালো। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।
হ হিজাব খুব টাইট করে বাঁধা যাবে না, একটু ঢিলে করে বাঁধতে হবে যাতে মাথার চামড়ায় চাপ না পড়ে, হিজাবের নিচের চুলও শক্ত করে বাঁধা যাবে না। হালকা করে খোঁপা বা পনিটেইল বাঁধতে হবে।
হ চুলে ধুলাবালু না লাগার কারণে হিজাব পরিধানকারীদের চুল দেরিতে ময়লা হয়। তাই বলে কিন্তু চুল ধুতে দেরি করা উচিত নয়। অন্তত তিন দিন পরপর চুল ধোয়া খুবই জরুরি, তা নাহলে চুলের গোড়ায় মৃত কোষ জমে আর হিজাব পরার পর মাথা ঘেমে সেই মৃত কোষের সাথে ঘাম মিশে চুলকানি, ফুসকুড়িসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।


আরো সংবাদ



premium cement
বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বড় অগ্রাধিকার : উপদেষ্টা টেকনাফে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

সকল