২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাই নতুন জুতা : ঈদ আয়োজন

-

ঈদ পোশাকের সাথে মিলিয়ে সব বয়সের জন্য চাই নতুন জুতা স্যান্ডেল। আর তা হতে হবে অবশ্যই মানানসই ও রুচিসম্মত। আর তাই মানানসই জুুতা মার্কেট ঘুরে ঘুরে সংগ্রহ করছেন ক্রেতারা। ঈদের জুতা কেমন হবে তা নিয়ে অনেকের আগাম ভাবনা থাকে। যদিও জুতার দোকানগুলোতে ভিড় দেখা যায় রমজানের শেষের দিকে। প্রতি বছর আমাদের দেশে ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের জুতা স্যান্ডেল বাজারে নিয়ে আসে নামীদামি ব্যান্ড। এ বছর এর ব্যতিক্রম হয়নি। ব্যান্ডের জুতা স্যান্ডেলের পাশাপাশি নন ব্যান্ডের জুতার পসরা সাজিয়েছেন ক্রেতার চাহিদার কথা ভেবে।
সব ক্ষেত্রেই ছোট সোনামণিদের আবদার সবার আগে পূরণ করতে হয়। ছোট পা থেকে শুরু করে সব বয়সের পায়ের জন্য ঈদের থাকে ব্যতিক্রম সব কালেকশন। ঈদে ছেলেদের পায়জামা-পাঞ্জাবি ও ফতুয়ার সাথে ম্যাচ করে সিøপার ও স্যান্ডেলই সবার প্রথম পছন্দ। এ ক্ষেত্রে ছেলেদের জন্য ক্যাজুয়াল ও ফর্মাল দুই ধরনের সংগ্রহ রেখেছে ব্র্যান্ড শপ আর রকমারি জুতার দোকানগুলো। পিওর লেদার ও আর্টিফিশিয়াল লেদারে তৈরি স্যান্ডেলের বেশ রকমারি সংগ্রহ এসেছে ঈদ বাজারে। এর সাথে স্যু-তো রয়েছেই। এবার অতিরিক্ত গরমের কারণে হালকা গড়নের জুতাই অগ্রাধিকার পাচ্ছে পায়ের আরামের জন্য। আর মেয়েদের জন্য সব ধরনের জুতা বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। সিøপার সেমিহিল থেকে শুরু করে পাথরখচিত রয়েছে এবারের মেয়েদের জুতার ডিজাইনে। মেয়েদের সাজসজ্জার ওপর নির্ভর করে জুতা কেমন হবে। তাই ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে প্রতি বছরই ঈদ সামনে রেখে নতুন নতুন ডিজাইন যুক্ত হয় বলে জানান বিক্রেতারা। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা আউটলেটের বিপণন কর্মকর্তা জানান, আমাদের দেশের যেকোনো উৎসব আনন্দের মধ্যে ঈদে সবচেয়ে বেশি জুতার চাহিদা থাকায় আমরা আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে থাকি, এ বছরও এর ব্যত্যয় ঘটেনি। নতুন নতুন সব ডিজাইন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের জুতার কালেকশন।
ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো এবার ছেলে ও মেয়ে উভয়েরই বেশ কিছু নতুন ডিজাইনের জুতা এনেছেন ঈদ বাজারে। নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে ব্র্যান্ডের প্রতিষ্ঠান বাটা, লোটো, এপেক্স, বে, ইত্যাদি। রাজধানীর ২৬টি আউটলেটে বে ছোটদের জুতা পাওয়া যাবে ৬৯০ থেকে ১৫৯০ টাকায়, ছেলেদের ৭৯০ থেকে ১০৬৯০ পর্যন্ত আর মেয়েদের জন্য ৬৯০ থেকে ৩১৯০ পর্যন্ত। লোটোর আউটলেটগুলোতে ছেলেদের স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৬৯০ থেকে ২২৫০ টাকা, কনভার্টস ৭৯০ থেকে ২৬৯০ আর স্যু পাওয়া যাচ্ছে ১৯৯০ থেকে ৪৯৯০ টাকার মধ্যে। বাটার আউটলেটে এবারের ঈদে শিশুদের জুতা পাওয়া যাচ্ছে ৪৯৯ থেকে ২১৯৯ টাকায়, ছেলেদের স্যান্ডেল ও স্যু ৯৯৯ থেকে ১৩,৯৯৯ টাকার মধ্যে আর মেয়েদের ৯৯৯ থেকে ৩৫৯৯ টাকায়। অ্যাপেক্সে স্যান্ডেল সিøপার ও স্যান্ডেল ১০৯০ থেকে ৩৯৯০ টাকায় আর সু্যু ১৬৯০ থেকে ৪৯৯০ টাকায় আর শিশুদের বিভিন্ন ধরনের জুতা পাওয়া যাবে ১০০০ থেকে ২২৫০ টাকার মধ্যে। রাজধানীর এলিফ্যান্ট রোডে নন ব্যান্ডের ফোম ও চামড়ার স্যান্ডেল পাওয়া যাবে ১৫০০ থেকে ২৫০০ টাকায়। আর মেয়েদের সেমিহিলের দাম পড়বে ১২০০ থেকে ২৫০০ টাকা আর লংহিলের দাম পড়বে ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। এ ছাড়াও রাজধানীর যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, কর্ণফুলী গার্ডেন সিটি ও ধানমন্ডিতে রয়েছে জুতার সম্ভার।

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল