২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গয়নায় সাজি : ঈদ আয়োজন

-

ঈদে নতুন পোশাকের পাশাপাশি মেয়েদের চাই গয়না। গয়না ছাড়া যেন ঈদের সাজসজ্জায় পূর্ণতা পায় না। তাই ঈদে পোশাকের সাথে মিলিয়ে বাহারি গয়নার দোকানগুলোতে ভিড় করছে বিভিন্ন বয়সের মেয়েরা। আর ঈদকে সামনে রেখে বিক্রি বৃদ্ধিতে সন্তুষ্ট বিক্রেতারা। এসব দোকানে ক্রেতার চাহিদামতো সিটি গোল্ড, গোল্ড প্লেট, ইমিটেশন ও মেটালের রকমারি গয়নার পসরা দোকানগুলোতে ঝলমল করছে। এসব পণ্যের পসরা থেকে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের গয়না।
স্বর্ণের গয়নার পাশাপাশি ইমিটেশনের গয়নার চাহিদা বৃদ্ধিতে ব্যবসায়ীরা দিন দিন এসব পণ্যের দিকেই বেশি ঝুঁকছেন। রয়েছে ভিন্ন ভিন্ন গয়না। পা থেকে মাথা পর্যন্ত পরার জন্য রয়েছে গয়না। গলায় পরতে পারেন অর্ধহার, চন্দ্রহার, পাটিহার, চারনরী, পাঁচনরী, সাতনরী, গোটহার, প্রালম্বক, একাবলি, কণ্ঠী, মধ্যমণি, ফুলোহার, মতিহার, রশ্মিমালা, চেন, মালা, নেকলেস, লকেট, শেলি, হাঁসুলি ইত্যাদি। কানে পরতে পারেন কর্ণপালি, কণিকা, কর্ণদর্পণ, কর্ণপুর, ইয়াররিং, কর্ণমালা, কানবালা, ঝুমকা, টব, চৌদামি, বারবৌরি, দুল, মাকড়ি ইত্যাদি। এ ছাড়া হাতের শোভা বাড়াবে চুড়ি, কঙ্কন, বালা, আর্মলেট, বাউটি, ব্রেসলেট, বাহুবন্ধ, বাজুবন্ধ, পইছা, মানতাসা, প্রতিশর ইত্যাদি।
ঈদের পোশাক কেনাকাটার পর ক্রেতারা এখন ভিড় করছে রাজধানীর বিভিন্ন গয়নার দোকানগুলোতে। কেউ পোশাকের সাথে মিলিয়ে কিনছেন আবার কেউ গায়ের রঙের সাথে মিলিয়ে গয়না কিনছেন। ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে গয়নার দোকান। মিরপুর এলাকা থেকে আসা একজন নারী ক্রেতা জানান, এমিটেশনের কোনো পণ্য কিনলে গাউছিয়া মার্কেটে আসি। এখানে সব ধরনের পণ্য সুলভে পাওয়া যায় বলেই আসা হয়।
রাজধানী গাউছিয়ার আবরণী ইমিটেশন জুয়েলারির বিক্রেতা হাসান জানান, ঈদকে সামনে রেখে এবার রোজার শুরু থেকেই বিক্রি বেড়েছে। অন্যান্য বছর ২০ রমজানের পর থেকে বেচাবিক্রি শুরু হলেও এবার ব্যতিক্রম মনে হচ্ছে। সব ধরনের পণ্য বিক্রি করে থাকি আমরা। তবে কানের, গলার ও মাথার অলঙ্কার বিক্রি হচ্ছে বেশি। আমাদের এই মার্কেটে গয়না কিনলে অন্তত দামের দিক থেকে ঠকবেন না। ব্যবসায়ীরা জানান, মার্কেটের এসব গয়না আসে ভারত, চীন, কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে।
রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, আজিজ সুপার মার্কেট, মৌচাক মার্কেটসহ আরো বেশ কিছু মার্কেটে পাবেন আপনার পছন্দের গয়না।


আরো সংবাদ



premium cement
ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ফখরুলের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সকল