ঈদ ডাইনিং : ঈদ আয়োজন
- রেসিপি : তাসনিয়া রহমান সৃষ্টি
- ২৮ মে ২০১৯, ০০:০০
বিফ মালাই কারি
উপকরণ : গরুর গোশত ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুন ও শুকনা মরিচ একসাথে বাটা ২ টেবিল চামচ, নারকেল দুধ ১ কাপ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া ১ টেবিল চামচ ও ঘি ৩ টেবিল চামচ।
প্রণালী : গোশতের সাথে নারকেল দুধ ছাড়া বাকি উপকরণ দিয়ে মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এবার হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে গোশত দিয়ে কষিয়ে নিন। নারকেল দুধ ঢেলে আবার রান্না করুন। গোশত সিদ্ধ হয়ে তেল ভেসে উঠলে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
মুরগির রোগনজোশ
উপকরণ : মুরগি ১টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, তেল ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, দারচিনি বাটা ১ চা চামচ,কাশ্মিরি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, চিকেন স্টক ১ কাপ, লবণ ও চিনি স্বাদমতো।
প্রণালী : মুরগির সাথে সমস্ত উপকরণ মেখে চুলায় বসিয়ে দিন। কষানো হলে স্টক দিয়ে নেড়ে ঢেকে রান্না করুন। গোশত সিদ্ধ হলে নামিয়ে পরোটা অথবা নান রুটির সাথে পরিবেশন করুন।