২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্লান্ত ত্বকের যতœ : রঙের ফিচার

-

দৈনন্দিন কাজের চাপে ত্বক হয়ে যায় নি®প্রাণ ও নির্জীব। ক্লান্তির ছাপ কাটিয়ে ত্বককে সজীব ও উজ্জ্বল রাখতে ত্বকের পরিচর্যার দরকার হয়। ত্বকের পরিচর্যায় সবসময় বিউটি পার্লারে যাওয়া সম্ভব হয় না। কিন্তু ঘরোয়া পদ্ধতিতেও ত্বককে ঝরঝরে ও সুন্দর করে তুলতে পারেন। ক্লান্তি কাটিয়ে ত্বক উজ্জ্বল রাখার উপায় নিয়ে রইল কিছু পরামর্শ। ত্বকের ধরন অনুযায়ী ঘরোয়া কিছু স্ক্র্যাব তৈরি করে ত্বক পরিচর্যায় ব্যবহার করুন।
স্বাভাবিক ত্বক : স্বাভাবিক ত্বকের যতেœ ঘরোয়া স্ক্র্যাব তৈরিতে লাগবে ওটমিল, তুলসীপাতা বাটা, চন্দন গুঁড়া, গোলাপ ফুলের পাপড়ি বাটা, পানি বা দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১০ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করুন।
শুষ্ক ত্বক : ডালের গুঁড়ো, বাদাম গুঁড়ো, মৌরী গুঁড়ো, তুলসীপাতা বাটা, গোলাপ পাপড়ি বাটা, অ্যালোভেরা জেল, দুধের সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে। অ্যালোভেরা ত্বক সজীব রাখে।
তৈলাক্ত ত্বক : আমলকী বাটা, নিম গুঁড়ো, চন্দন গুঁড়ো, বার্লি ও ল্যাভেন্ডার পাউডার লেবুর রসের সাথে মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে আধা কাপ সিদ্ধ ওটমিল, ১টি ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস এবং আপেলের পেস্ট আধা কাপ, এসব উপাদান মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২ টেবিল-চামচ চালের গুঁড়ো, ১ চা চামচ লেবুর রস, ১ টেবিল চামচ ওটমিল, ১ টেবিল চামচ দুধ মিশিয়ে ফেস স্ক্র্যাব তৈরি করুন। সপ্তাহে একদিন এই ফেস স্ক্র্যাব ব্যবহার করুন। ১০ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের উপযোগী স্ক্র্যাব এটি।
বলিরেখা দূর করতে স্ক্র্যাব
কমলার খোসা গুঁড়ো, চালের গুঁড়ো, মধু, অ্যালভেরা জুস, তুলসীপাতা বাটা এক সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। বলিরেখা রয়েছে এর রকম ত্বকের জন্য এটি উপকারী স্ক্র্যাব।
ত্বকের দাগ দূর করতে স্ক্র্যাব
ওটমিল, হলুদ গুঁেড়া, নিম গুঁড়ো, দই একত্রে মিশিয়ে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখে মেছতা দেখা দিলে লেবুর রস আঙ্গুলে লাগিয়ে মেছতায় লাগান। টকদই মুখে মাখলেও ভালো ফল পেতে পারেন।
অনুজ্জ্বল ত্বক
আপেল কোরা ও মধুর মিশ্রণ মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে উজ্জ্বলতা আনতে এক টুকরো পেঁপে মুখে ঘষে নিন। ত্বকের ক্লান্তিভাব দূর করতে মসুর ডালের পেস্ট ও ধনেপাতার রস মিশিয়ে আধ ঘণ্টা লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের সজীবতা আনতে টমেটোর রস, কাঁচা হলুদের রস, ভুসিসহ আটা মিশিয়ে মুখ, গলা ও ঘাড়ে লাগান। গোলাপ পানি দিয়ে মুছে ফেলুন। পাকা পেঁপে চটকে মধু মিশিয়ে মুখে, হাতে, গলায় লাগিয়ে বিশ মিনিট পর ভালো করে ধুয়ে নিন।


আরো সংবাদ



premium cement
ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন

সকল