২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংক্ষিপ্ত সংবাদ

-

সাত বছরে পদার্পণ করল আর্টিস্ট্রি মাকের্টিং অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড
সাফল্যের ছয় বছর অতিক্রম করে সাত বছরে পা রাখল ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজ্ঞাপনী সংস্থা আর্টিস্ট্রি মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড। গত ২৪ ফেব্রুয়ারি সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন প্রতিষ্ঠানটির কর্মী, কলাকুশলী ও আগত অতিথিরা। ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
নারী দিবসে রঙ বাংলাদেশ
৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব নারী দিবস। রঙ বাংলাদেশও নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে। স্মরণ করতে চায় নারীর অবদান বিনম্র শ্রদ্ধায়। সে জন্য এই দিবস উপলক্ষে আট দিন (১-৮ মার্চ ২০১৯) পর্যন্ত অনলাইনে থাকছে ১০ শতাংশ বিশেষ মূল্যছাড়। বিশ্ব নারী দিবস রঙ বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে যেকোনো পণ্য কিনলেই এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
রঙ বাংলাদেশের প্রতিটি আউটলেটে নারীর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছেÑ শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গল কামিজ, সিঙ্গেল ওড়না, ফতুয়া, কুর্তি, ব্লাউজ, গয়না, মগ, উপহারসামগ্রী।
ময়মনসিংহে সেইলর
ময়মনসিংহ শহরের কালী শংকর গুহ রোডের নতুন বাজার মোড়ে এবার সেইলর দুয়ার খুলল তাদের ১৩তম স্টোরের। প্রায় পাঁচ হাজার ৫০০ বর্গফুটের স্টোরটিতে ফ্যাশন ব্র্যান্ড সেইলর গতানুগতিক ফ্যাশন ভাবনার বাইরে এথনিক, ক্যাজুয়াল বা ফরমাল ও পাশ্চাত্য কাটের ফিউশন পোশাক তুলে ধরতে চায়। গত ১৫ ফেব্রুয়ারি আড়ম্বরপূর্ণ উদ্বোধনী যাত্রায় সবিশেষ উপস্থিতি দিয়ে শুভকামনা জ্ঞাপন করেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন, সিএফও আরশাদ আলী চৌধুরী, সেইলরের চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ ইপিলিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ক্রেতা আগ্রহ বাড়াতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেইলরের ময়মনসিংহ স্টোরটিতে থাকছে ক্র্যাচ অ্যান্ড উইন অফার। এতে গ্রাহক প্রতিটি শপিংয়ে কেনাকাটায় পাবেন একটি করে ক্র্যাচকার্ড, যাতে ন্যূনতম ২০ থেকে শতভাগ মূল্যছাড় সুবিধা ছাড়াও থাকবে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমানের টিকিট, পাঁচতারকা হোটেলে থাকাসহ বিবিধ উপহার।
ক্যাটস আই-এ সামার কালেকশন
¯িপ্রং সামার মওসুম মুড আর ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়ে নতুন পোশাক এনেছে ক্যাটস আই। জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য বাড়াতে পোশাকের প্যাটার্নে নতুনত্ব এবারো। এতে থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, রাউন্ড নেক টি-শার্ট, পলো ছাড়াও চিনোস প্যান্ট। রঙের ব্যবহারে এসেছে কোমলতা; আবার এরই বৈপরীত্যে থাকছে রাতের ফরমাল পোশাক। ক্যাটস আই-এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই-এর ¯িপ্রং সামার কালেকশনটি পুরোটাই তারুণ্যনির্ভর। এবারের হাফ হাতা স্মার্ট ক্যাজুয়াল শার্টগুলোও বেশ আঁটসাঁট কাটের, যুৎসই কলার প্যাটার্ন এবং বর্ণিল প্রিন্টে তৈরি। পাশাপাশি থাকছে অফিস অ্যান্ড আফটার অফিস ব্যবহার উপযোগী আউটফিটও।


আরো সংবাদ



premium cement
আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সকল