২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংক্ষিপ্ত সংবাদ

-

গ্রীষ্মে ক্যাজুয়াল কালেকশন নিয়ে
গ্রামীণ ইউনিক্লো
ঋতু পরিবর্তনকে প্রাধান্য দিয়ে গ্রামীণ ইউনিক্লো এবার গ্রীষ্মে সম্পূর্ণ ক্যাজুয়াল কালেকশন নিয়ে হাজির হয়েছে।
গ্রামীণ ইউনিক্লোর সামার বা গ্রীষ্মের ক্যাজুয়াল কালেকশনে এবার ছেলেরা খুঁজে পাবে বিভিন্ন ধরনের গ্রাফিক টি-শার্ট, সলিড পোলো শার্ট, প্রিন্টেড পোলো শার্ট, স্ট্রাইপড পলো শার্ট, পাতলা প্রিন্টেড শার্ট, শর্ট স্লিভ শার্ট, নতুন ইজি প্যান্টস, জিন্স, বক্সার ব্রিফস, ট্যাংক টপস, শর্ট মোজাসহ আরো অনেক আইটেম। একই সাথে মেয়েদের জন্য থাকছে বিভিন্ন রঙ ও ডিজাইনের গ্রাফিক টি-শার্ট, শ্রাগ, হালকা ও পাতলা আরামদায়ক কামিজ, জিন্স, ডেনিম লেগিংসসহ আরো অনেক কিছু। ছেলেদের এসব আইটেম পাওয়া যাবে ১৫০ থেকে ১৯৯০ টাকার মধ্যে এবং মেয়েদের পোশাক পাওয়া যাবে ৩৯০ থেকে ২৬৯০ টাকার মধ্যে।
এই বসন্তে ব্যাঙ
যেকোনো উৎসবকে নান্দনিক করতে ফ্যাশন আউটলেট ব্যাঙ উৎসবনির্ভর পোশাকের আয়োজন করে। বরাবরের মতো এবারো ব্যাঙ বসন্তকে মুখর করতে আরামদায়ক পোশাক তৈরিতে ব্যস্ত।
ফ্যাশন আউটলেট ব্যাঙ এই বসন্তে ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন পণ্য। ব্যাঙের বসন্ত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্র্যাডিশন।
ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবিসহ সব রকম মানানসই পোশাক।
অৎঃ
অৎঃ বসন্ত ঋতু উপলক্ষে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভেতর পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য।
অৎঃ-এর বসন্ত ঋতুর পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভেতর পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। অৎঃ-এর নিত্যনতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে মেয়েদের আধুনিক ও রুচিসম্মত পোশাক।
মুসলিম কালেকশনে নতুন পোশাক
মুসলিম কালেকশন নিয়ে এসেছে কালারফুল ক্যাজুয়াল আউটফিটের নতুন কালেকশন। শার্টে ফেব্রিক হিসেবে সুতিকে প্রাধান্য দেয়া হয়েছে। ব্যান কলার ও আপার স্টিচ শার্টের আউটগোয়িং লুকে বাড়তি ফ্যাশন যোগ করেছে। এ ছাড়াও মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, চেক শার্ট, এককালার শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, পলো শার্ট ও ফুলহাতা শাট। বিক্রয়কেন্দ্র : মুসলিম কালেকশন এক্সক্লুসিভ, ৩০/৩১ জিলা পরিষদ মার্কেট (২য় তলা), কেরানীগঞ্জ, ঢাকা।

 


আরো সংবাদ



premium cement
১৯ দিন পরেও অঘোষিত ক্যালিফর্নিয়ার ফলাফল! হারেৎসের ওপর ইসরাইল সরকারের নিষেধাজ্ঞা, সকল সম্পর্ক ছিন্ন নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত

সকল