২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফাল্গুনী সাজ : রূপ কথা

-

শীতের কনকনে হওয়া বদলে বাতাসে লেগেছে ফাল্গুনের দোলা। রঙিন ফুলের ডালা নিয়ে বসন্ত আমাদের দোরগোড়ায়। ফাল্গুনের প্রথম দিনটিতে বাঙালি মেতে উঠবে বসন্ত উৎসবে। বিশেষ করে এ দিনে সবাই সাজতে চায় বাসন্তী সাজে। এ দিনটিতে কিভাবে সাজবেন সে বিষয়ে জানাচ্ছেন নভীনস অ্যারোমা সেন্টারের বিউটি কনসালট্যান্ট আমিনা হক।
পয়লা ফাল্গুনের সাজে প্রাধান্য থাকে বাসন্তী ও হলুদ রঙের। এর সাথে অন্যান্য রঙকে প্রাধান্য দেয়া হয়। হলুদের বিভিন্ন শেডের পাশাপাশি লাল, সবুজ, কমলা ও মেরুন রঙও দেখতে পাওয়া যায়। এ সময়ে শাড়ি, সালোয়ার-কামিজ ছাড়াও ফতুয়া পরা যেতে পারে। তবে সব পোশাক আপনার সাথে মানানসই ও রুচিশীল যেন হয়, সেদিকে লক্ষ রাখা প্রয়োজন। আর সাজটিও নির্ভর করবে অবশ্যই পোশাকের ওপর। বসন্ত উৎসব মূলত দিনের বেলাতেই পালন করা হয়। তাই পুরো সাজ হালকা হলেই ভালো হবে। শাড়ি ছাড়া অন্যান্য পোশাকের সাথে হালকা সাজ বেশি মানানসই। শাড়ির সাথে একটু গর্জিয়াস সাজ নেয়া যায়। সাজের শুরুতেই ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এবার ফাউন্ডেশন লাগিয়ে নিন। ফাউন্ডেশন বা বেজ হবে আপনার ত্বকের সাথে মিলিয়ে। গলা ও কান যেন বাদ না যায়। ভ্রুর নিচে হলুদ বা ব্রোঞ্জ কালারের শেড ব্যবহার করে চোখের পাতায় মেরুন, নীল, আইভরি, গোল্ডেন বিভিন্ন কালারের আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন। আইলাইনারের বদলে নীল বা কালো পেনসিল ওপরের পাতায় টেনে নিন। চোখের কোণে কাজলও দিতে পারেন। ঘন করে মাশকারা লাগান। পিচ, ব্রাউন, গোলাপি ব্লাশন লাগান। কপালে হলুদ বা মেরুন টিপ পরতে পারেন, ইচ্ছা করলে সবুজ ও কালো রঙের টিপও পরতে পারেন। ঠোঁট লাইনার দিয়ে এঁকে নিয়ে গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে নিন। লাল, গোলাপি, পিচ ও ব্রাউন পরতে পারেন।
গয়নার মধ্যে বেছে নিতে পারেন মাটির, কাঠের, পুঁতি, পাথরের অথবা ফুলের গয়না। হাতে পরুন চুড়ি। হাত-পা রাঙাতে পারেন আলতা দিয়ে অথবা মেহেদিতে রাঙাতে পারেন। লম্বা চুলে বেণী বা খোঁপা করে নিতে পারেন। খোঁপায় বেণীতে লাগাতে পারেন ফুল বা ফুলের মালা। ছোট চুল ছেড়ে কানের পাশে ফুল দিতে পারেন। অনেকেই ফুলের মালা, ফুলের বিভিন্ন অলঙ্কার পরতে পছন্দ করেন। কারণ, বসন্ত উৎসব গাঁদাফুল ছাড়া কল্পনা করা যায় না। যদিও এখন নানা রকম ফুলের ব্যবহার দেখা যায়, কিন্তু ফুল ছাড়া বসন্ত পরিপূর্ণ হয় না। হাতে ফুলের মালা পেঁচিয়ে রাখতে পারেন। তাজা ফুলের ব্যবহার পোশাক ও সাজের সাথে মানানসই যেন হয়।
ছেলেদের সাজে প্রথম কাজ পরিচ্ছন্নতা। উৎসবের সাজে সেজে উঠতে ছেলেরা পরুন- হলুদ, লাল, সাদা পাঞ্জাবি বা ফতুয়া। সাথে থাকুক চুড়িদার বা প্যান্ট।

 


আরো সংবাদ



premium cement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

সকল