২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পোশাকের যতœআত্তি

-

টিপস
উলের সোয়েটার হালকাভাবে ভাঁজ করে আলমারিতে রাখুন। জ্যাকেট ও ব্লেজার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। গরম শাল হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন

শীতের হিমেল হাওয়া থেকে উষ্ণতা পেতে আমরা উলের পোশাক ব্যবহার করি। উলের পোশাকের যতœ কিভাবে করতে হয় তা অনেকেরই জানা নেই। উলের কাপড় ধোয়ার সঠিক পদ্ধতি, কাপড় শুকানো, ইস্ত্রি করা, ঠিকমতো গুছিয়ে রাখা কম ঝক্কির কাজ নয়। অনেক সময় অসাবধানতার কারণে কাপড়-চোপড় ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এসব সমস্যার সমাধানে রইল সহজ পরামর্শÑ
হ উল, রেয়ন, নাইলন কাপড় ধোয়ার সময় গুঁড়ো সাবান বা কাপড় ধোয়ার সাবান ব্যবহার না করে শ্যাম্পু অথবা লিকুইড সোপ ব্যবহার করলে কাপড় অনেক দিন ভালো থাকবে। সোয়েটার উল্টো করে পরিষ্কার করবেন।
হ উলের পোশাক পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না।
হ উলের পোশাক ধোয়ার সময় ফ্লোয়িং ওয়াটারে উলের পোশাক পরিষ্কার করুন। বালতিতে পানির ভেতরে বারবার ওঠানামা করে ধুলে পোশাকের ফিটিংস নষ্ট হয়ে যায়।
হ উলের পোশাক থেকে পানি ঝরানোর সময় প্রথমে হালকা করে মুচড়ে পানি ঝরিয়ে নিন। না হলে উলের সোয়েটার ঢিলা হয়ে যায়।
হ রঙিন ও উলের পোশাক কড়া রোদে শুকাবেন না। ছায়ায় শুকাতে দিন।
হ উলের পোশাক উল্টো দিকে ওপরে কাপড় রেখে করে ইস্ত্রি করুন। না হলে কাপড়ের নরমভাব ও শেপ নষ্ট হয়ে যাবে।
হ উলের সোয়েটার হালকাভাবে ভাঁজ করে আলমারিতে রাখুন। জ্যাকেট ও ব্লেজার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। গরম শাল হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।

 


আরো সংবাদ



premium cement