বর-কনের বাহন
রঙের ফিচার- শওকত আলী রতন
- ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০
বিয়ের নানা আনুষ্ঠানিকতার মধ্যে বরযাত্রায় ‘বরের বাহন’ অন্যতম একটি বিষয়। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে বরযাত্রার বিষয়টিকে সবার নজরে আনতে বরের জন্য বিশেষ বাহনের ব্যবস্থা হয়ে আসছে। সেই রীতি-রেওয়াজ এখনো চলমান আমাদের দেশে। বরের বাহনে খরচ যাই হোক সেটি অনেকেই মাথা থেকে ঝেড়ে ফেলেন। একসময় বিয়ের বাহন হিসেবে কেবল পালকির ব্যবহার চোখে পড়ত। সময়ের ব্যবধানে এতে যুক্ত হয়েছে নতুন নতুন সব বাহন। কেবল বাহন হিসেবে নয়, বিয়ের আনুষ্ঠানিকতাকে আকর্ষণীয় ও উপভোগ্য করে তুললে আয়োজন করা হয় বর্ণিল বাহনের। আজকাল অধিকাংশ বিয়েতে বর গাড়িতে যাত্রা করলেও পাশাপাশি কনের জন্য এখন রয়েছে বিভিন্ন ডিজাইনের পালকি। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও হাতি থাকছে বরের বাহন হিসেবে। তুলনামূলক পালকিতে এসেছে বেশ পরিবর্তন। বিভিন্ন পশুপাখির আদলে তৈরি পালকি সবার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন থেকে পছন্দমতো পালকি নিতে পারেন বিয়ের কনের বাহনের জন্য। পালকির সাথে কতজন বেয়ারা থাকবে ও বেয়ারাদের গান বাজনা করার বিষয়টিও থাকবে ভাড়ার মধ্যে। পালকির ভাড়া ১৫ হাজার থেকে ২০ হাজারের মধ্যে পাওয়া যাবে। রাজধানীর এলিফ্যান্ট রোডের বিয়ে বাজার প্রতিষ্ঠানের একজন বিক্রেতা জানান, বিয়ের ক্ষেত্রে বরের বাহনের বিষয়টিকে অনেকে গুরুত্ব দিয়ে থাকেন; যে কারণে শৌখিন মানুষেরা বিয়েতে বাহনকে বাহারিভাবে উপস্থাপন করে থাকেন। গ্রাহকের চাহিদামতো আমরা সব ধরনের আয়োজন করে থাকি।
শখ করে আজকাল অনেকেই বিয়েতে ঘোড়ার গাড়ি বরের বাহন হিসেবে ব্যবহার করে থাকেন। ঘোড়ার গাড়ি সাজানোসহ ভাড়া পড়বে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। রাজধানীর বাহিরে হলে ভাড়া বাড়তে পারে। বর ইচ্ছা করলে হাতির পিঠে চড়ে যেতে চাইলে সেটিও যাওয়া যাবে। হাতির ভাড়া পড়বে ৩০ থেকে ৫০ হাজার টাকা। দূরপাল্লার জন্য গাড়ি সবচেয়ে যুগোপযোগী বাহন। বরযাত্রায় বাহনকে কাঁচা ফুল ও কাপড় দিয়ে বর্ণিলভাবে সাজানো হয়ে থাকে।
পাওয়া যাবে : রাজধানীর পল্টন, এলিফ্যান্ট রোড, কাঁটাবনসহ বিভিন্ন স্থান থেকে পাওয়া যাবে বরের প্রয়োজনীয় সব যানবাহন। তবে অবশ্যই এক সপ্তাহ আগেই যোগাযোগ করে অর্ডার নিশ্চিত করতে হবে। তাহলে যেকোনো ঝামেলা থাকলে সেটা মিটিয়ে নেয়া সম্ভব। নিচের নম্বর থেকে মোবাইল ফোনেও জানা যাবে সব তথ্য : ০১৯১১৩৮৫২৭৭