২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিয়ের অলঙ্কার বিশেষ আয়োজন

-

অলঙ্কার বিয়ের অন্যতম ঐশ্বর্য। টিকলি, কানের দুল, নাকপাশা, গলার হার, বাজুবন্দ, হাতের বালা, চুড়ি, কোমরবন্ধ, নূপুরÑ যাই হোক না কেন, সেটি হতে হবে অত্যন্ত আকর্ষণীয় এবং অবশ্যই হাল-ফ্যাশনের। কেননা নববধূর অলঙ্কার বিয়ের অন্যতম আকর্ষণ। আজকাল বিয়েতে ডিজাইনার অলঙ্কারের প্রচলন খুব চোখে পড়ে। বিভিন্ন দামি ফ্যাশন হাউজ ইদানীং কনের পোশাকের সাথে মিলিয়ে অলঙ্কার রাখেন। গয়নার ক্ষেত্রে ফিরে এসেছে কানের ঝুমকা ও গলার সীতাহারের ডিজাইন। বিয়ের গয়নায় স্বর্ণের আবেদন চিরায়ত। বেনারসি শাড়ির সাথে পরতে পারেন ভারী ধাঁচের নেকলেস। ভারী গয়নাই বিয়েতে বেশি পরা হয়। রুচিসম্মত সাজ পেতে এক সেট গয়না পরে নিন আর তার সাথে মাথায় পরতে পারেন টিকলি, টায়রা বা ঝাপটার যেকোনো একটি। হাতে চুড়ি, বালা, চূড় বা মানতাশা পরুন পছন্দমতো। আজকাল নাকের নথটা বেশ বড় ও নকশা করা পরা হচ্ছে। এ ছাড়া বাজুবন্দ, কোমরবন্ধ, নূপুর তো আছেই। স্বর্ণের পাশাপাশি হীরা, মুক্তা ইত্যাদি খচিত অলঙ্কার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অলঙ্কারে রুবি, পান্না, নীলকান্ত মণি ইত্যাদি পাথর বসানো জড়োয়া হার এবং বড় আংটিও ইদানীং খুব চোখে পড়ে। ফ্যাশন ট্রেন্ডে মুক্তা, হীরা, রুপা ও প্লাটিনামের গয়নাও বাদ যাচ্ছে না। স্বর্ণে মীনা করে হরেক রঙেও রাঙানো হচ্ছে, যা শাড়ি বা লেহেঙ্গার সাথে ম্যাচ করেও অনেকে পরতে পছন্দ করে। মুক্তা, হীরা ও বিভিন্ন রঙের পাথর বসিয়েও স্বর্ণে ফ্যাশনেবল লুক আনা হয়েছে। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের মতোই গোল্ড প্লেটেড গয়নার কদরও বেড়েছে। স্বর্ণের প্রলেপ দেয়া এসব গয়না দেখতে স্বর্ণের মতোই। দামেও সাশ্রয়ী। বিয়ের আংটি আকৃতিতে বড় ও বিভিন্ন নকশা ও পাথর বসানো ডিজাইনের বেশ চল এখন। গয়নার ডিজাইনে ফিরে এসেছে কানের বড় আকৃতির দুল, ঝুমকা আর বড় লকেটে লম্বা হারের ডিজাইন।
স্বর্ণের প্রতি ভরির বর্তমান মূল্যÑ ২২ ক্যারেট ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকা, সনাতন স্বর্ণের ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা, রুপার ভরি এক হাজার ৫০ টাকা


আরো সংবাদ



premium cement