২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্যাম্পু করার কায়দা : রঙের ফিচার

-

শ্যাম্পু করা মানে শুধু চুল ধোয়া নয়। শ্যাম্পু আমাদের চুলের যতেœ অনেকটা থেরাপির মতো কাজ করে। আপাতদৃষ্টিতে শ্যাম্পু করার ক্ষেত্রে ভুল বা ঠিক বোঝার তেমন কোনো জায়গা নেই। তবে কিছু বিষয় মনে রাখা জরুরি।

হ শ্যাম্পু করার আগে পুরো চুল ভালোভাবে ভিজিয়ে নিন। এতে শ্যাম্পু লাগানো সহজ হবে। লক্ষ রাখতে হবে চুলের পরিমাণ অনুযায়ী যেন শ্যাম্পুর পরিমাণ হয়। ভেজা চুলে শ্যাম্পু কম প্রয়োজন হয়।
হ শ্যাম্পু করার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। হালকা গরম পানি আপনার চুলের কিউটিকর ওপেন করতে সাহায্য করবে। এতে চুল গভীর থেকে পরিষ্কার করা সহজ হবে। একই সাথে কন্ডিশনারের তেল ও ময়েশ্চারও চুলের গভীরে যাওয়া সহজ করবে।
হ সরাসরি মাথায় শ্যাম্পু না দিয়ে এর সাথে অল্প পানি মিশিয়ে নিন। এতে শ্যাম্পু সরাসরি স্কাল্পের কোনো ক্ষতি করতে পারবে না। সেই সাথে শ্যাম্পুর পরিমাণও কম হবে।
হ চুলের গোড়ায় সাধারণত ময়লা বেশি জমে যায়। তাই শ্যাম্পু করার সময় চুলের গোড়া পরিষ্কার করার দিকে বেশি গুরুত্ব দিন আগার দিকের তুলনায়। তবে শ্যাম্পু করার পর এমনভাবে ধুয়ে ফেলতে হবে, যেন চুলে বা স্কাল্পে কোনো শ্যাম্পু জমে না থাকে।
হ শ্যাম্পু করার সময় আঙুলের সাহায্যে স্কাল্প পরিষ্কার করুন। কখনো নখ দিয়ে চুল পরিষ্কার করবেন না। এতে স্কাল্পে ইরিটেশন হতে পারে। এমনকি ইনফেকশনও হতে পারে। জোরে জোরে ঘষবেন না। এতে চুল ভেঙে যেতে পারে বা চুল উঠতেও পারে।
হ অনেকেই দু’বার শ্যাম্পু ব্যবহার করেন। প্রয়োজন না হলে দু’বার শ্যাম্পু না করাই ভালো। কারণ, শ্যাম্পুর ফলে চুলের তেল বের হয়ে যায়। চুল হয়ে পড়ে রুক্ষ।
হ শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। কারণ, কন্ডিশনার চুলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। তবে কন্ডিশনার ব্যবহার করার সময় মনে রাখতে হবে যেন কন্ডিশনার স্কাল্পে না লাগে। এতে চুল পড়ে যেতে পারে। তবে কন্ডিশনার গোড়ার চেয়ে আগার চুলের জন্যই বেশি প্রয়োজন হয়।


আরো সংবাদ



premium cement