২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উৎসবে মিষ্টিমুখ : রান্না-বান্না

-

বেসনের লাড্ডু

উপকরণ : বেসন ১ কাপ, ঘি চার টেবিল চামচ, কাজু ও পেস্তাবাদাম কুচি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ চা চামচ, পানি ১ টেবিল চামচ ও চিনি আধা কাপ।
প্রণালী : একটি ফ্রাইপ্যানে ঘি ও বেসন দিয়ে হাল্কা আঁচে সোনালি করে ভেজে নিন। ভাজা হলে চিনি ও সামান্য পানি দিয়ে আরো ১০ মিনিট ভেজে নিন। এরপর বাদাম কুচি ও এলাচি গুঁড়ো দিয়ে ভাজুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে এরপর লাড্ডুর শেপে গোল করে তৈরি করুন। ডেকোরেশন করে পরিবেশন করুন।

ছানার সন্দেশ

উপকরণ : ছানা দেড় কাপ, চিনি আধা কাপ, এলাচগুঁড়ো সিকি চা চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ, পেস্তাবাদাম ও চেরি ডেকোরেশনের জন্য।
প্রণালী : প্রথমে ছানাকে হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। এরপর কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার চিনি মিশিয়ে একটি ফ্রাইপ্যানে মৃদু আঁচে অনবরত নাড়তে থাকুন। ছানার পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে এলাচগুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি ডাইসে ঘি মেখে তার মধ্যে ছানা ঢেলে দিয়ে ভালোভাবে চেপে দিন, যাতে ছানা কেটে পিস করা যায়। এক ঘণ্টা এই ছানাকে এভাবে রেখে দিন। তারপর বের করে বিভিন্ন শেপে কেটে নিন। ডেকোরেশন করে সাজিয়ে পরিবেশন করুন।

বালুসাই

উপকরণ : (ডো এর জন্য) ময়দা ২ কাপ, গুঁড়োদুধ আধা কাপ, জায়ফল গুঁড়ো ১ চা চামচ, ঘি আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, তেল প্রয়োজন মতো ও মাওয়া ৩ টেবিল চামচ।
সিরার তৈরি জন্য : পানি দেড় কাপ, চিনি দুই কাপ ও এলাচ ৪টি।
প্রণালী : ময়দা, গুঁড়োদুধ, ঘি ও বেকিং পাউডার এক সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার আধা কাপ পানি দিয়ে মেখে নিন। মাখানো হলে এই ডো ১২ ভাগে ভাগ করে নিন। হাতে গোল গোল করে ভেতরে মাওয়া ও জায়ফলগুলো দিয়ে মধ্যখানে চ্যাপ্টা করে দিন। এরপর সেগুলোকে ডুবো তেলে হাল্কা আঁচে বাদামি করে ভেজে তুলে নিন। চিনি ও পানি জ্বাল দিয়ে মাঝারি ঘন সিরা তৈরি করুন। গরম অবস্থায় চিনির সিরার মধ্যে দিয়ে ৭-৮ মিনিট পর তুলে মাওয়ার মধ্যে গড়িয়ে নিন। তৈরি হয়ে গেল বালুসাই।

 


আরো সংবাদ



premium cement
ঝালকাঠিতে নারীর লাশ উদ্ধার ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৮৪২ মামলা বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা ৪০ বছর পর শ্মশানের জমি বুঝে পেল হিন্দু ধর্মাবলম্বীরা প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু

সকল