২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কালোজিরায় কেশ চর্চা : রূপ-কথা

-

সুন্দর ঝলমলে চুল চান সবাই। কিন্তু দূষণ, রোদ, ধুলা প্রভৃতি কারণে চুল সুন্দর রাখা এখন কঠিন বিষয়। চুলপড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকিসহ নানা ধরনের সমস্যায় ভোগেন প্রায় সবাই। প্রতিকারের জন্য খোঁজেন নানা উপায়। চুলের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন কোম্পানির নানা উপকরণ তো রয়েছেই; এ ছাড়াও ঘরোয়া বিভিন্ন উপকরণও ব্যবহার করা হয় চুলের স্বাস্থ্য ভালো রাখতে। ঘরোয়া উপাদানের মধ্যে অন্যতম উপকরণ কালোজিরা। মূলত মসলা হিসেবে ব্যবহার হওয়া ছোট্ট এ শস্যটির নানাবিধ উপকারিতার কথা অনেকেই জানি। চুলের পরিচর্যায়ও এই কালোজিরা হতে পারে কার্যকর একটি উপাদান। জেনে নিন চুলের যতেœ কিভাবে ব্যবহার করবেন কালোজিরা।
কালোজিরা তেল
চুলের গোড়া শক্ত করে চুলপড়া বন্ধ করতে খুবই কার্যকর হতে পারে কালোজিরা। শুধু তাই নয়, চুলে আর্দ্রতা জোগান দিয়ে চুলকে রুক্ষতা থেকে রক্ষা করে কালোজিরা। একই সাথে চুলের বৃদ্ধিতে কার্যকর হতে পারে কালোজিরা। এর জন্য কালোজিরার তেল হাতে ঘষে পুরো চুলে লাগিয়ে নিন। ১৫ মিনিট ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার চুলের বৃদ্ধিতে খুবই কার্যকর।
আপেল সিডার ভিনেগার-কালোজিরা
চুলের যতেœ আপেল সিডার ভিনেগার বিশেষভাবে কার্যকর। কালোজিরার সাথে আপেল সিডার ভিনেগারের মিশ্রণ চুলের নানা সমস্যা সমাধানে হতে পারে খুবই কার্যকর। এক কাপ পানিতে এক চা চামচ কালোজিরা নিয়ে ফোটান। মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে রাখুন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। এক মগ পানিতে এই পানি ও এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এবার এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। এক দিন পর চুল শ্যাম্পু করে নিন। ভালো ফল পাবেন। এক থেকে দুই মাস নিয়মিত ব্যবহার করুন।
মেহেদি-কালোজিরা
চুলের গোড়া শক্ত করে মেহেদি। চুলপড়া বন্ধে মেহেদি খুবই কার্যকর। কালোজিরা ও মেহেদির মিশ্রণ চুলের পুষ্টি জোগায়। স্কাল্পের নানা সমস্যা দূর করে চুলের গোড়া মজবুত করে। ফলে চুলের ভলিউম বাড়াতে এই প্যাক খুবই কার্যকর।
মেহেদি গুঁড়া ও কালোজিরা এক সাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক হেয়ার মাস্ক হিসেবে চুলে ব্যবহার করুন। এক ঘণ্টা চুলে রেখে পানি দিয়ে ধুয়ে নিন। পরদিন শ্যাম্পু করুন। সপ্তাহে দুই দিন এই মাস্ক ব্যবহার করুন।
অলিভ অয়েল-কালোজিরা তেল
এ দুই তেলেই রয়েছে নানা উপকারিতা। এ দুই তেল এক সাথে মিশিয়ে লাগালে চুলপড়া বন্ধ হবে। এই তেল চুলের অনেক গভীর পর্যন্ত পৌঁছতে পারে। তাই গভীর থেকে চুলের পরিচর্যা করতে পারে। নিয়মিত ম্যাসাজ চুলপড়া বন্ধ করতে খুবই কার্যকর।
নারকেল তেল ও কালোজিরা
কালোজিরায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও নারিশিং উপাদান। নারকেল তেল চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এক টেবিল চামচ কালোজিরা গুঁড়া বা কালোজিরার তেল সমপরিমাণ নারকেল তেলের সাথে মেশান। এর সাথে মধুও মেশাতে পারেন। এই মিশ্রণ চুলের গোড়া থেকে আগা অবধি লাগিয়ে নিন। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে সেই তোয়ালে দিয়ে ২০ মিনিট চুল ঢেকে রাখুন। পরে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত এক দিন এই পরিচর্যা করুন। চুলের গোড়া শক্ত হবে এবং চুল হবে ঝলমলে।

 


আরো সংবাদ



premium cement
অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি ২০২৩ সালে গড়ে দিনে ১৪০ নারী সঙ্গী-আত্মীয়ের হাতে নিহত : জাতিসঙ্ঘ গুম কমিশনের সুপারিশে নিরাপত্তা বাহিনীর কেউ বরখাস্ত হয়নি : প্রেস উইং পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত সাগরে নিম্নচাপ, আরো ঘনীভূত হতে পারে

সকল