২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংক্ষিপ্ত সংবাদ

-

পূজায় মেঘের পোশাক
ফ্যাশন হাউজ মেঘ দুর্গাপূজা উপলক্ষে এনেছে ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, মেয়েদের কামিজ, শিশুদের ফতুয়া, ফ্রক ও টি-শার্ট। আরামদায়ক কাপড়ে উজ্জ্বল রঙে এসব পোশাকের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আমেজ। মেঘের বিক্রয়কেন্দ্র আছেÑ ঢাকার শাহবাগের আজিজ সুপার মর্কেট, ধানমন্ডির মেট্রো শপিংমল, মিরপুর শপিং সেন্টার ও মৌচাকের সেন্টার পয়েন্টে। মোবাইল : ০১৬১১৬৩৪৪২৩।
রঙ বাংলাদেশের শারদ সংগ্রহ
বাংলার সময়কে রাঙাতেই সদাপ্রস্তুত রঙ বাংলাদেশ। তাই রঙ বাংলাদেশ বাঙালিকে নানা পার্বণ আর উৎসবে ফ্যাশনেবল করে তুলছে। আর প্রতিবারের মতো রঙ বাংলাদেশের শারদ সংগ্রহ অন্য সবার চেয়ে আলাদা। এবারও এই সংগ্রহ দারুণ সমৃদ্ধ। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই শিশুদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি প্যাচওয়ার্ক, এপলিক ইত্যাদি। হেল্পলাইন- ০১৭৭৭৭৪৪৩৪৪
নিপুণের শারদ সংগ্রহ
ক্রেতাদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে নিপুণের দুর্গাপূজার প্রোডাক্ট লাইনে ফেব্রিক্স হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন, জয়সিল্ক ও তাঁত কটন। বিভিন্ন মোটিফের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই সংগ্রহ। দুর্গাপুজার আয়োজনে পোশাকে থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, সিঙ্গেল পিস, ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া। আর এই দুর্গাপূজায় শিশুদের পোশাকে ‘নিপুণ’ সেজেছে ভিন্ন সাজে। শিশুদের পোশাকও থাকবে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে।
গ্রামীণ ইউনিক্লোর পূজায় কালেকশন
উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দিতে গ্রামীণ ইউনিক্লো সব স্টোরে নিয়ে এসেছে পূজা কালেকশন। এই কালেকশনের মধ্যে মেয়েদের জন্য রয়েছে আকর্ষণীয় নতুন ডিজাইনের সব কামিজ, টপস, টিউনিক, রিবন টাই শার্ট, লেগিংস ও পালাজ্জোসহ পেনসিল প্যান্টস এবং ছেলেদের জন্য রয়েছে ডিজাইন শার্ট, পলো শার্ট, টি-শার্ট, ট্যাংক টপস, বক্সার ব্রিফস-সহ বিভিন্ন রঙের চিনো প্যান্টস। ছেলেদের এসব আইটেম পাওয়া যাবে ৩৯০ থেকে এক হাজার ৯৯০ টাকার মধ্যে এবং মেয়েদের আইটেম পাওয়া যাবে ৩৯০ থেকে দুই হাজার ৬৯০ টাকার মধ্যে। এ ছাড়াও পূজা উপলক্ষে গ্রামীণ ইউনিক্লোর সব স্টোরে বিভিন্ন পোশাকে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। আরো জানতে ভিজিট করুন : িি.িমৎধসববহঁহরয়ষড়.পড়স


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে : শ্রম সচিব সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশের চেষ্টা : লক্ষ্মীপুরে আটক ১১ নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ বদলি সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক

সকল