গুছিয়ে রাখুন জুতা : রঙের ফিচার
- ঝরনা রহমান
- ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
জুতা নিয়ে ঝামেলায় পোহাতে হয় অনেককেই। বাজার ঘুরে ফ্যাশনেবল দামি জুতা কেনার পর ঠিকমতো যতœ না নিলে সহজেই জুতা বিবর্ণ হয়ে উঠতে পারে। এ ছাড়া গুছিয়ে না রাখলে এদিক-সেদিক ছড়িয়ে থাকা জুতা এক দিকে যেমন ঘরকে আগোছাল করে, অন্য দিকে তেমনি প্রয়োজনের সময় খোঁজাখুঁজি করে সময় নষ্ট হয়। তবে সু-র্যাক ও সু-স্ট্যান্ড ছাড়াও একটু স্টাইলিশভাবে জুতা গুছিয়ে রাখার ব্যবস্থা করা যায়।
হ কাঠ দিয়ে তৈরি করে নিন বক্স। এর ভেতরে জুতা রাখার ব্যবস্থা করুন। ওপরে ফুলের টব বা শোপিস রেখে দিন। খুবই গোছানো দেখাবে।
হ জায়গা যদি না তাকে তাহলে ড্রয়ারের মতো করে বক্স করে নিতে পারেন, এতে জুতা রেখে বক্সটি খাটের নিচে বা সোফার নিচে রেখে দিতে পারেন।
হ দামি ও সুন্দর জুতা সু-র্যাকের ওপরের দিকে রাখুন। অন্যগুলো নিচে রাখুন বা কোনো বক্সে ভরেও রাখতে পারেন।
হ আলমারিতে একটি ছোট সু-র্যাক রাখতে পারেন। এতে আপনার জুতা মুছে পরিষ্কার করে রাখুন। ড্রেসের সাথে ম্যাচিং করতে সুবিধা হবে।
হ যাদের সু-র্যাক খোলাই থাকে, তারা আড়াল করতে পর্দার ব্যবস্থা করতে পারেন সু-র্যাকের সামনের অংশে।
হ জুতা গুছিয়ে রাখতে সু হ্যাঙ্গারও ব্যবহার করতে পারেন। এতে জায়গাও সাশ্রয় হয়।
হ একটু গুছিয়ে নিলে সহজেই জুতা থাকবে সুন্দর এবং ঘরও দেখাবে পরিপাটি।