২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভিনদেশী নাশতা : রান্না বান্না

-

ঝাল পোয়া

উপকরণ : চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১ কাপ, ডিম ২টি, কাঁচা মরিচ কুচানো ৩-৪টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচানো ১টি, গাজর ১টি, ছোট চিংড়ি মাছ ১০টি, বিনস ২-৩টি, মটরশুঁটি আধা কাপ, তেল ভাজার জন্য, পানি পরিমাণমতো।
প্রণালী : সব সবজি খুব ছোট করে কেটে সামান্য লবণ দিয়ে মেখে রাখুন। সবজির সাথে চালের গুঁড়া, চিংড়ি, ময়দা, ডিম ও পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। ফ্রাইপ্যানে তেল গরম করে এতে পরিমাণমতো ব্যাটার ঢেলে মালপোয়ার আকারে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।

ডেভিলড এগ

উপকরণ : সেদ্ধ ডিম ৩টি, লবণ স্বাদমতো, টমেটো সস ২ টেবিল চামচ, চিলি গুড়া ১ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।
প্রণালী : মাখন আর সেদ্ধ ডিম ছাড়া সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। একটা মাইক্রো সেফ পাত্রে মাখন নিয়ে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ মিনিট গরম করুন। সেদ্ধ ডিমগুলো লম্বালম্বিভাবে অর্ধেক করে কেটে গলানো মাখনের ওপর সাজিয়ে দিন। কুসুমগুলো পেঁয়াজ ও মরিচ দিয়ে মেখে আবার ডিমে ভরুন। ওপর থেকে সস ও মরিচ গুড়া ছড়িয়ে ঢেলে আরো ৩ মিনিট একই তাপমাত্রায় মাইক্রো মোডে রাঁধুন। ইচ্ছে হলে ওপর থেকে গ্রেটের চিজ সাজিয়ে দিতে পারেন।

নোনতা টার্ট

উপকরণ : পেস্ট্রির জন্য : ময়দা ১ কাপ, মাখন ১ স্টিক (ছোট), পনির ১ কাপ (গ্রেট করা)।
পুরের জন্য : ডিম ৫টি, দুধ ২-৩ কাপ, পনির ১০০ গ্রাম, সবজি (সেদ্ধ আলু, গাজর, মটরশুঁটি) ছোট টুকরো করা ২ কাপ।
প্রণালী : ময়দা একটি বোলে নিয়ে তাতে মাখন দিয়ে হাতের সাহায্যে মেখে নিন যতক্ষণ না ঝুরঝুরা হয়। এবার এতে পনির কুচি দিয়ে মেশান। প্রয়োজনমতো ঠাণ্ডা পানি মিশিয়ে নরম ডো তৈরি করে নিন। ঢেকে ফ্রিজে রেখে দিন পাঁচ মিনিট। এবার পেস্ট্রি বেলে নিন। টার্টের ট্রেতে রেখে আবার ফ্রিজারে রেখে দিন ২০ মিনিট। এবার বের করে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫ মিনিট বেক করে নিন। এই পেস্ট্রি ঠাণ্ডা হলে তাতে প্রথমে পনির কুচি ছড়িয়ে দিন। তার ওপর সবজি ছড়িয়ে দিন। ডিম ও দুধ একসাথে ফেটে সেই মিশ্রণ দিন। সবশেষে আবার পনির কুচি ছড়িয়ে দিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন।

 


আরো সংবাদ



premium cement
‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩

সকল