টিনএজ কর্নার
- ঝরনা রহমান
- ২৪ জুলাই ২০১৮, ০০:০০
ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রে ব্যক্তির বয়স একটি উল্লেখযোগ্য বিষয়। শিশুর ঘরের সাজ যেমন ভিন্ন হয়, বয়স্কদের ঘরের সাজেও থাকতে হয় তার পছন্দের প্রতিফলন। অন্য দিকে ছেলেদের ঘরের সাজও মেয়েদের ঘরের সাজ একরকম হতে পারে না। সদ্য কৈশোরে ঢোকা টিনএজ বয়সীদের নিজস্ব ঘরের ইন্টেরিয়র হবে একেবারেই আলাদা। কারণ টিনেজারদের চিন্তাভাবনা থাকে বড়দের থেকে ভিন্ন। বড়রা শান্ত ছিমছাম, সুন্দর ঘরের সাজই পছন্দ করেন, কিন্তু টিনেজারদের ঘরে থাকতে হবে তারুণ্যের উচ্ছ্বাস আর আনন্দের প্রতিফলন। এনার্জিতে ভরপুর ডেকোরেশন। ঘরটা যেন টিনেজারদের নিজস্ব জগৎ হয়ে ওঠে। তাই তাদের পছন্দ, তাদের ভালো লাগার জিনিস দিয়েই তারা সাজিয়ে তুলতে চায় নিজস্ব জগৎ।