সংক্ষিপ্ত সংবাদ
- ১০ জুলাই ২০১৮, ০০:০০
লা রিভে নাইন-টু-নাইন ওয়ার্ক অ্যান্ড আফটার
ওয়ার্ক কালেকশন
তরুণদের জন্য, বিশেষত উদ্যমী নারী ও ফ্যাশন সচেতন পুরুষদের কথা মাথায় রেখে নাইন-টু-নাইন (ওয়ার্ক অ্যান্ড আফটার ওয়ার্ক) কালেকশন নিয়ে এসেছে লা রিভ। কর্মক্ষেত্রে যারা নিজেদের পরিপাটি করে ফুটিয়ে তুলতে চান এবং দিনের শেষেও প্রাণবন্ত থাকতে পছন্দ করেন তাদের জন্য বাহারি সব পোশাক ও অনুষঙ্গ দিয়ে এই নাইন-টু-নাইন সমাহার সাজানো হয়েছে।
নাইন-টু-নাইন কালেকশনে রয়েছে টিউনিক, লং কামিজ, শর্ট স্কার্ট, ওয়েস্টার্ন স্টাইল নট টপ, ফরমাল ট্রাউজার এবং ম্যাচিং বটম। পাশাপাশি পুরুষদের জন্যও লা রিভ নাইন-টু-নাইন কালেকশনে থাকছে মানানসই সব অফিস ও আফটার অফিস ওয়্যার সমাহার।
লেটেস্ট ইন্টারন্যাশনাল ট্রেন্ড অনুসরণে সাদা, নেভি ব্লু, কালো, ধূসর, বেগুনি, হলুদ, বিস্কিট ও প্যাস্টেল শেডে নাইন-টু-নাইন পোশাকে ব্যবহার করা হয়েছে সিমেট্রিক ও অ্যাসিমেট্রিক হেমলাইন, বিভিন্ন ধরনের স্লিভ যেমন- বেল, বিলো ও নরমাল কাফ স্লিভ ইত্যাদি।
তিনি আরো জানান, নাইন-টু-নাইন কালেকশন উন্মুক্ত করা উপলক্ষে লা রিভ দিচ্ছে সীমিত সময়ের জন্য সর্বোচ্চ ২৫% পর্যন্ত নগদ ছাড়! ঢাকা ও ঢাকার বাইরের সব লা রিভ স্টোরের এই ছাড় পাওয়া যাবে।
আর্ট
বর্ষা ঋতুকে সামনে রেখে এবার ফ্যাশন হাউজ আর্ট নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। আর্ট চলমান আবহাওয়ার কথা চিন্তা করে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে। আর্টের পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্র্যাডিশন। আর্টের পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়।
ফ্যাশন হাউজ আর্টের বর্ষার কালেকশনে রয়েছে নতুন ডিজানের হাফ হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট ও পাঞ্জাবি।