ছড়িয়ে যাক সুগন্ধ রঙের ফিচার
- আফরোজা খানম
- ১৯ জুন ২০১৮, ০০:০০
ড্যাম্প, ময়লা, পোকামাকড়Ñ বিভিন্ন কারণেই বাড়িতে দুর্গন্ধ হতে পারে। দুর্গন্ধ দূর করে ঘরে ছড়িয়ে দিন সুগন্ধের সুবাস। কিভাবে? জেনে নিন ঘরোয়া কিছু ফ্রেশনারের খোঁজ।
ষ তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, লেবুর টুকরো চমৎকার সুগন্ধি। রুমফ্রেশনার হিসেবেও অসাধারণ। ছোট ছোট বাটিতে করে ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিন।
ষ ছোট বাটিতে অল্প বেকিং সোডা রাখুন। এর সাথে সুগন্ধি তেল মেশান। বাথরুমে বা ঘরের কোনায় রাখলে দুর্গন্ধ চলে যাবে।
ষ ন্যাপথালিনও রাখতে পারেন বাথরুম ও রান্নাঘরের ড্রয়ারে। গন্ধ দূর হওয়ার পাশাপাশি পোকামাকড়ও কমবে।
ষ ঘর মোছার সময় পানিতে সুগন্ধিযুক্ত ফোর কিনার মিশিয়ে প্রতিদিন ঘরের মেঝে পরিষ্কার করে নিন। ঘরে চমৎকার সুগন্ধ ছড়িয়ে থাকবে।
ষ অনেক সময় ঘরে ড্যাম্পের গন্ধ হয়। এ ক্ষেত্রে ঘর মোছার সময় পানিতে লেবুর রস বা স্যাভলন মিশিয়ে নিন।
ষ ঘরের কাঁথা, বালিশ, লেপ, তোশক মাঝে মাঝে রোদে দিন। ভ্যাপসা গন্ধ হবে না।
ষ কার্পেট পরিষ্কার করার সময় ট্যালকম পাউডার ছড়িয়ে রাখুন ১০ মিনিট। এবার ভ্যাকুয়াম কিন করলে নোংরা ও দুর্গন্ধ দুই-ই চলে যাবে।
ষ সুগন্ধি ফুল রাখুন ঘরে। তবে প্রতিদিন পানি বদলে দেবেন।
ষ আজকাল সুগন্ধযুক্ত মোম পাওয়া যায়। দ্রুত ঘরে সুগন্ধ ছড়িয়ে দিতে এগুলো খুব ভালো কাজ করে।
ষ রান্নাঘরের সব ময়লা প্রতিদিন বাইরে ফেলার ব্যবস্থা রাখুন যেন কোনো রকম দুর্গন্ধ না ছড়াতে পারে।
ষ পরিষ্কার থাকা সত্ত্বেও রান্নাঘরে দুর্গন্ধ হলে অল্প দারুচিনি, এলাচ ও তেজপাতা পানিতে ফুটিয়ে নিন। ফুটতে শুরু করলে জ্বাল কমিয়ে কিছুক্ষণ রাখুন। এর সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়বে।
ষ বাঁধাকপি বা মূলা রান্না করলে ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে। তাই এক টুকরো লেবু দিয়ে দিলে গন্ধ ছড়াবে না।
ষ মাছের গন্ধ ছড়িয়ে পড়লে গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারুচিনি দিয়ে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন।
ষ লেবু চাক চাক করে কেটে তাওয়ায় সেঁকে নিন, ঘরের দুর্গন্ধ চলে যাবে।
ষ সিংকের খোলা মুখ থেকে দুর্গন্ধ বের হলে এক কাপ ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। গন্ধ চলে যাবে।
ষ বাথরুম শুকনো রাখার চেষ্টা করুন।
গন্ধ থেকে মুক্তি পেতে একটা মোমবাতি জ্বালিয়ে বাথরুমে রেখে দিন।
ষ বাথরুমের এক কোনায় অ্যালোভেরা, ইনডোর পাস বা ফার্নজাতীয় গাছ রাখুন। টক্সিন শুষে নিয়ে বাতাস রাখবে দুর্গন্ধমুক্ত।
ষ আলমারির ভেতরের ভ্যাপসা গন্ধ দূর করতে চন্দনগুঁড়ার সাথে শুকনো নিমপাতা মিশিয়ে আলমারিতে রেখে দিন।
ষ দারুচিনিও রাখতে পারেন।