ঈদ ফ্যাশন : ক্যাটস আই
- ০৫ জুন ২০১৮, ০০:০০
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শপিং, নতুন পোশাক। তাই ঈদের কেনাকাটায় আগ্রহ বাড়াতে অনলাইনে এবং স্টোরে বিশেষ অফার দিচ্ছে ক্যাটস আই। অনলাইনে ইকমার্সভিক্তিক শপিং এ ক্যাটস আই পণ্যে ঈদের আগেই মিলবে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড়। বাড়তি হিসাবে থাকছে হোম ডেলিভারি সুবিধা এবং ভ্যাট ছাড়াই পণ্য কেনার সুযোগ। এ ছাড়াও ঈদের যেকোনো কালেকশন কেনা যাবে ১০ শতাংশ ফ্ল্যাট মূল্য ছাড়ে। তবে, রবির গ্রাহকদের জন্য এ ছাড় হবে ন্যূনতম ২০ শতাংশ।
ক্যাটস আই অনলাইনে অর্ডারে দিচ্ছে ডেলিভারিসহ মূল্যছাড় সুবিধা এবং ফেসবুকেও থাকছে পণ্যের বিস্তারিত উপস্থাপনা। পছন্দের ঈদের নতুন কালেকশন কেনা যাবে ভ্যাট ছাড়াই ১০ শতাংশ কম দামে। তবে ক্যাটস আই স্টোরে এ সুযোগ থাকছে না। এদিকে, ক্যাটস আই স্টোরে রবি টেলিকমের গ্রাহকসহ নির্ধারিত ব্যাংকের কার্ডে থাকবে সর্বোচ্চ ১৫ শতাংশ মূল্যছাড় সুবিধা।’
উল্লেখ্য, এবার ঈদে ক্যাটস আইয়ে আনা হয়েছে ফেব্রিক এবং ডিজাইন বৈচিত্র্যের বাবা ছেলের একই ধরনের পোশাক, বিশেষ ডিজাইনের ম্যান্ডারিন ভেস্ট, নেকলাইন ভিন্নতায় শেরওয়ানি কাটের পাঞ্জাবি, মেয়েদের প্যাটার্ন বৈচিত্র্যের সিঙ্গেল কামিজ বা টপস। নির্ধারিত কিছু স্টোরে মাত্র ৪৯৯ টাকায় মিলবে নানাবয়সী শিশুদের জন্য ঈদের পোশাকও।
বাংলার মেলার ঈদ আয়োজন
ঈদ ঘিরে বাংলার মেলা সবার জন্য তৈরি করেছে নানা ডিজাইনের পোশাক। ছেলেদের পাঞ্জাবিতে জয়শ্রী সিল্ক, অ্যান্ডি, কটন, খাদি তাঁতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপ এসব মেটেরিয়ালে করা হয়েছে। লং, মিডিয়াম ও শর্ট লেংথে পাওয়া যাবে নতুন এসব ট্রেন্ডি পাঞ্জাবি, ফতুয়া, শার্ট। এবার হাফশার্টে রাখা হয়েছে অনেক ভেরিয়েশন। শাড়ি বাংলার মেলার অন্যতম আকর্ষণ, সিল্ক, অ্যান্ডি, হাফসিল্ক, অ্যান্ডি কটন ব্লেন্ড ও টাঙ্গাইল শাড়ি থাকছে এবারের কালেকশনে। সালোয়ার-কামিজে এবার থাকছে সবচেয়ে বেশি ডিজাইন ও রঙের ভেরিয়েশন। অ্যান্ডি কটন, জয়শ্রী সিল্ক ও কটন কাপড়ে উজ্জ্বল সব রঙের পাশাপাশি সফট টোনে সালোয়ার-কামিজে থাকছে কারচুপি, মেশিন অ্যামব্রয়ডারি, হাতের কাজের সঙ্গে নানা ডিজাইনের ম্যাটেরিয়ালের ব্যবহার। ঈদের আনন্দ সবচেয়ে বেশি যাদের মাঝে লক্ষ করা যায়, সেই শিশুদের জন্য এবার বাংলার মেলা সাজিয়েছে ঈদের পোশাকের ভিন্ন আয়োজন। সারা দেশে রয়েছে বাংলার মেলার ১১টি শাখা।
আর্টরেস
ঈদুল ফিতরকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে ফ্যাশন হাউজ আর্টরেস। এবারের ঈদের সংগ্রহে প্রাধান্য পেয়েছে সমকালীন ফ্যাশন ট্রেন্ড, তারুণ্যের রুচি বৈচিত্র্য আর সেই সঙ্গে আন্তর্জাতিক ফ্যাশন বাজারের সর্বশেষ ট্রেন্ড। এসব মাথায় রেখেই এবার নানা ডিজাইন ও প্যাটার্নের পোশাক নিয়ে হাজির হয়েছে আর্টরেস। ছেলে ও মেয়েদের সব ধরনের ওয়েস্টার্ন, ফরমাল ও ক্যাজুয়াল পোশাকের সংগ্রহে রয়েছে উৎসবের আবহ।
রাজধানী ঢাকার যেকোনো জায়গা থেকে ঘরে বসে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা থাকছে।
ঈদে টার্গেট
ঈদ উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ড টার্গেট এনেছে শার্ট, পাঞ্জাবি, পলো শার্ট ও টি-শার্ট। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের রঙ ও নকশায় রয়েছে বৈচিত্র্যের আমেজ। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে।