২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহাকাশে ১ হাজার দিন কাটানোর রেকর্ড রুশ সাংবাদিকের

মহাকাশে ১ হাজার দিন কাটানোর রেকর্ড রুশ সাংবাদিকের - সংগৃহীত

রাশিয়ান স্পেস এজেন্সি’র (রসকসমস) মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তাস’র বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেনকো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে ১ হাজার দিন পৃথিবীর কক্ষপথে আইএসএস-এ কাটিয়েছেন।

রসকসমস প্রেস অফিস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ ০০:০০:২০ মস্কোর স্থানীয় সময়, রসকসমস স্টেট করপোরেশন মহাকাশচারী ওলেগ কোনোনেনকো যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করছেন, তিনি মোট স্পেসফ্লাইট সময়কালের পরিপ্রেক্ষিতে বিশ্বে প্রথমবারের মতো মহাকাশে অবস্থানের ১ হাজার দিনের রেকর্ড গড়েছেন।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement