০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্রুরা অরবিটাল আউটপোস্টে অতিরিক্ত ছয় মাস অবস্থান করবে

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্রুরা অরবিটাল আউটপোস্টে অতিরিক্ত ছয় মাস অবস্থান করবে - ছবি : সংগৃহীত

দু’জন রুশ মহাকাশচারী এবং একজন আমেরিকান নভোচারী তাদের রুশ মহাকাশযান ক্ষতিগ্রস্ত হওয়ায় অতিরিক্ত ছয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করবেন।

সের্গেই প্রকোপিয়েভ, দিমিত্রি পেটলিন এবং ফ্র্যাঙ্ক রুবিও মার্চের শেষের দিকে আইএসএস-এ তাদের ছয় মাসের অবস্থান সমাপ্ত করতে প্রস্তুত ছিলেন। তবে রুশ মহাকাশ সংস্থা রসকসমস মঙ্গলবার বলেছে, এই তিনজনকে সেপ্টেম্বর পর্যন্ত কক্ষপথে অবস্থান করতে হবে।

সয়ুজ এমএস-টুয়েন্টি টু ক্যাপসুল গত সেপ্টেম্বরে আইএসএস-কে বহন করে নিয়ে গিয়েছিল। ডিসেম্বরের মাঝামাঝি থেকে সেটির কুল্যান্ট লিক করছে। রসকসমস এবং যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি নাসা উভয়ই একটি মাইক্রো মিটিওরয়েড বা স্পেস রককের জন্য দায়ী করেছে। স্পেস রকটি ক্যাপসুলে আঘাত করেছিল।

ক্রুদের ফিরিয়ে আনার জন্য রাশিয়া এই মাসের শুরুর দিকে আইএসএস-এ একটি মনুষ্যবিহীন সয়ুজ ক্যাপসুল পাঠানোর পরিকল্পনা করেছিল, কিন্তু সেই মহাকাশযানটির উৎক্ষেপণ স্থগিত করা হয়। কারণ স্টেশনে ডক করা একটি রুশ প্রোগ্রেস এমএস-২১ কার্গো জাহাজেরও কুল্যান্ট লিক করছিল। লিকের জন্য কর্মকর্তারা ‘বাহ্যিক প্রভাব’-কে দায়ী করছেন।

প্রোকোপিয়েভ, পেটেলিন এবং রুবিও-র সাথে অক্টোবরে যোগ দেন আইএসএস-এ একটি স্পেস এক্স ক্যাপসুল বহনকৃত চারজন মহাকাশচারী। ওই চারজনের মধ্যে দু’জন আমেরিকান, একজন রাশিয়ান এবং একজন জাপানি। পরের সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত থেকে একজন মহাকাশচারীসহ আরো চারজন ক্রু তাদের সাথে যোগ দিলে মহাকাশ স্টেশনটি আরো বেশি জমজমাট হয়ে উঠবে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল