০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

জানুয়ারিতেই পৃথিবীর কাছে বুর্জ খলিফার থেকেও বড় গ্রহাণু!

জানুয়ারিতেই পৃথিবীর কাছে বুর্জ খলিফার থেকেও বড় গ্রহাণু! - ছবি : সংগৃহীত

পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে এক বিশালাকায় গ্রহাণু। আর সেদিকেই এখন নজর মহাকাশ গবেষকদের।

গ্রহাণুর নাম কী?
মহাকাশ শিলা- গ্রহাণু ৭৪৮২ পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে। নাসার সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) জানিয়েছে, গ্রহাণুটি ঘণ্টায় ৬৯ হাজার ২০০ কিলোমিটার বেগে উড়ছে।

কতটা বড়
অ্যাস্টেরয়েড ৭৪৮২, সাধারণভাবে ১৯৯৪-পিসিওয়ান নামে পরিচিত। এটির ব্যাস প্রায় ৩ হাজার ২৮০ ফুট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রায় দ্বিগুণ লম্বা এটি।

কতটা দূর দিয়ে যাবে?
প্রায় ১৯ লাখ কিলোমিটার দূর দিয়ে এই গ্রহাণু বেরিয়ে যাওয়ার কথা। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের পাঁচগুণ এটি। তবে মহাকাশবিজ্ঞানের হিসাবে এটি 'নিয়ার আর্থ অবজেক্ট' বা পৃথিবীর সন্নিকটস্থ বস্তু হিসাবেই বিবেচিত হয়।

১৯৯৪ সালে প্রথমবার জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ম্যাকনট গ্রহাণুটি দেখেছিলেন। অস্ট্রেলিয়ার সাইডিং স্প্রিং অবজারভেটরি থেকে তিনি এর পর্যবেক্ষণ করে। এর পরবর্তী বছরগুলোতে বিজ্ঞানীরা অধ্যয়নের পর এর কক্ষপথ নির্ধারণ করতে সক্ষম হন।


আরো সংবাদ



premium cement