০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

বাদুড় থেকে যেভাবে ছড়ায় করোনাভাইরাস

বাদুড় থেকে যেভাবে ছড়ায় করোনাভাইরাস - সংগৃহীত

করোনা ভাইরাস কীভাবে বাদুড়ের শরীর থেকে ছড়িয়ে পড়ে, তার আভাস মিলল। একটি বিজ্ঞান জার্নালে এ ব্যাপারে আলোকপাত করেছেন গবেষকরা। তাদের গবেষণা ছিল মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম ভাইরাস নিয়ে। এখন যে করোনা ভাইরাস বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে, সেই কোভিড ১৯ বা সার্স-কোভ-২ ভাইরাস আর মার্সের প্রজাতি একই। ফলে মার্সের এই গবেষণা কোভিড ১৯ সম্পর্কে নতুন তথ্য দেবে বলে আশাবাদী গবেষকরা।

এই গবেষকরা বলছেন, করোনা মানুষের শরীরে প্রবেশ করে কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে। পরিণামে মানুষের মৃত্যু হয়। কিন্তু বাদুড়ের ক্ষেত্রে তা দেখা যায় না। বরং বাদুড়ের সঙ্গে করোনার একটি সুসম্পর্ক দেখা যায়। বাদুড় করোনা থেকে মুক্তি পায় না। কিন্তু তাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসকে ঠেকিয়ে রাখে। সেই কারণেই গবেষণায় দেখা গেছে, বাদুড়ের কোষ ধ্বংস না করে মার্স ভাইরাস দিনের পর দিন তাদের সঙ্গে সম্বন্ধ বজায় রাখে। কোভিড ১৯ ভাইরাসের কার্যকারিতাও একইরকম।

গবেষকরা বলছেন, বাদুড় যদি অন্য কোনো রোগে আক্রান্ত হয়, তখন তাদের ভাইরাস সংখ্যায় বাড়ার সুযোগ পায় এবং অন্য প্রজাতিতে ছড়িয়ে পড়ে।
সূত্র : পিটিআই


আরো সংবাদ



premium cement