০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুনীতার স্বাস্থ্য খারাপ হচ্ছে?

সুনীতার স্বাস্থ্য খারাপ হচ্ছে? - ছবি : সংগৃহীত

স্পেস স্টেশনে গিয়েছিলেন আট দিনের জন্য, আর তারপর ফেরা হয়নি আট মাসের ওপর হয়ে গেল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোরকে ঘিরে নানান জল্পনা রয়েছে। এরই মাঝে একটি ছবি সদ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তাতে দেখা যাচ্ছে, সুনীতা উইলিয়ামসের চোখ মুখে খুব একটা সুস্বাস্থ্যের লক্ষণ নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি সুনীতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে?

ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনীতা উইলিয়ামসের স্বাস্থ্য নিয়ে যখন জল্পনা চলছে, তখনই আরো এক খবর বেশ কিছু প্রশ্ন তুলেছে। সদ্য, ২৩৫ দিনের মিশন শেষ করে পৃথিবীতে নামেন ক্রিউ-৮-এর নভশ্চররা। সেখানের ৪ নভোচারী ভালোই ছিলেন। তবে আচমকা নাসা তাদের হাসপাতালে ভর্তি করায়। ফ্লোরিডার স্থানীয় হাসপাতালে তারা ভর্তি হন। তাদের পর্যবেক্ষণ চলে। তবে কেন তাদের হাসপাতালে ভর্তি করা হলো, তা নিয়ে কিছু খোলসা করেনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

উল্লেখ্য, মহাশূন্যে দীর্ঘদিন ধরে থাকার ফলে একাধিক সমস্যা তৈরি হয়। অনেক সময় তা নানা ধরনের শারীরিক ঝুঁকি বাড়িয়ে দেয়। ফলে বহু সময়ই ওই মিশনের সদস্যরা ফিরে এলে তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়।

জানা যাচ্ছে, সুনীতাদের উদ্ধারে এলন মাস্কের ড্রাগন ক্যাপসুল তৈরি হচ্ছে। তবে তাদের উদ্ধার করতেও এখনো বেশ কয়েক মাস বাকি। নির্ধারিত সময় হলো ফেব্রুয়ারি। যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে সুনীতা খেতে বসেছেন। সেখানে তার মুখে বেশ কিছুটা ক্লান্তির ছাপ রয়েছে বলে মনে করছেন অনেকেই।

সিয়াটেলের চিকিৎসক বিনয় গুপ্ত, ডেইলি মেল-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ছবিতে মনে হচ্ছে ক্লান্তির ছাপ রয়েছে। এতটা উচ্চতার 'প্রেশারাইজড কেবিনে' দীর্ঘদিন ধরে থাকার ফলে।

ড. গুপ্ত বলছেন, সুনীতার ছবি দেখে মনে হচ্ছে, তার ক্যালোরির সমস্যা রয়েছে। উল্লেখ্য, ছবিতে দেখা যাচ্ছে, রসিয়ে বসে পিৎজা খাচ্ছেন সুনীতা। সাথে উইলমোরও রয়েছেন। চিকিৎসক গুপ্ত বলছেন,'সুনীতার গাল ভিতরে ঢুকে গেছে। আর এটা তখনই হয়, যখন পুরো দেহের ওজন কমতে থাকে।'
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


আরো সংবাদ



premium cement
রাজধানীতে বিএনপির র‍্যালি দুপুরে, জমায়েতের ব্যাপক প্রস্তুতি ফেনী পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি কুমিল্লায় আটক আদানির বকেয়া ও বিদ্যুৎ পরিস্থিতি কিভাবে সামাল দেবে সরকার বেরোবিতে ছাত্রীকে উত্ত্যক্ত, আটক ২ ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেফতার রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ, নিহত ১ সুসি ওয়াইলসকে চিফ অফ স্টাফ করলেন ট্রাম্প সুনীতার স্বাস্থ্য খারাপ হচ্ছে? তালেবান প্রতিরক্ষমন্ত্রীর সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তার বৈঠক বাংলাদেশের বিরুদ্ধে দু’দিনে জেতা ভারতের পিচ নিয়ে খুশি নয় আইসিসি ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি!

সকল