২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

'অলস' লোকদের মগজ বেশি সুস্থ থাকে!

'অলস' লোকদের মগজ বেশি সুস্থ থাকে! - ছবি : সংগৃহীত

মানুষের দেহে সবচেয়ে উন্নত যে কারখানা রয়েছে তার নাম হল মগজ। সারা দেহের কোথায় কী কাজ কিভাবে করতে হবে সেটা পরিচালনা করা এর প্রধান দায়িত্ব। এই কাজটি সে মানুষের জন্মের সময় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত করে যায়।

তবে এটা অনেকে জানেন না সারাদিন অলসভাবে থেকেও নিজের মগজে শান দেয়া যায়। উল্টা দিকে, দিনের বেশিরভাগ সময় বিশ্রাম করার ফলে মগজ যে সময় পরিশ্রম করার সময় পায়, তখন সে নিজেকে পুরো ব্যবহার করে।

সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, কোনো মানুষ যদি সারাদিন মাত্র ৩০ মিনিট কাজ করেন, তাহলেই তার মগজ সুস্থ থাকবে। তার আর বেশি পরিশ্রম করার দরকার নেই। সেই তুলনায় যারা সারাদিন কঠোর পরিশ্রম করেন, তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। আসলে তাদের মগজ অনেক বেশি পরিশ্রম করে। ফলে একটা সময় তারা বিরক্ত হয়ে যান। সেই সময় মগজ আর বাড়তি চাপ নিতে চায় না।

মানুষের মগজ হলো, এমন একটি কারখানা যেখানে নিজের ইচ্ছামতো আমরা কাজ করতে পারি। তবে তার ওপর যদি বেশি জোর দেয়া হয়, তাহলে সে বিরক্ত হতে শুরু করে। এরপর এমন একটি সময় আসবে যখন আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন।

তাই বেশি মগজ খাটিয়ে লাভ নেই। তাকে সুস্থ রাখা আপনার কাজ।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement