০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মাওলানা আইয়ূবীর বয়ান সংকলন ‘খুতুবাতে আইয়ূবী’র মোড়ক উন্মোচন

মাওলানা আইয়ূবীর বয়ান সংকলন ‘খুতুবাতে আইয়ূবী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন - ছবি : সংগৃহীত

দেশের প্রসিদ্ধ ও জনপ্রিয় বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীর যুগান্তকারী ও হৃদয়ছোঁয়া বয়ানগুলোর সংকলনে রচিত গ্রন্থ ‘খুতুবাতে আইয়ূবী’র মোড়ক উন্মোচিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানেই গ্রন্থটি বিক্রি হয়েছে ১ লাখ ১০ হাজারে। এর মুদ্রিত মূল্য ৯০০ টাকা।

শনিবার (১ জুন) সকাল ৯টায় ঢাকার সাভারের আলমনগরে অবস্থিত মারকাযুত তারবিয়াহ মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকে বইটি ভালোভাসার বহিঃপ্রকাশ হিসেবে ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীর ঘনিষ্ঠ বিশিষ্ট ব্যবসায়ী হাজি ইসরাফিল।

এর আগে বইটির নিলাম পরিচালনা করেন সিনিয়র আলেম সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ। তার নিলামে অনেকেই অংশ নেন। কিন্তু সবচেয়ে বেশি দাম হাঁকেন হাজি ইসরাফিল। পরে লেখকসহ উপস্থিত অতিথিদের অটোগ্রাফসহ বইটি তার কাছে হস্তান্তর করা হয়।

বইটি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীর বয়ানের সংকলন। তিনি দেশের আলোচিত মুফাসসিরে কোরআন। আলেম সমাজ তাকে ভালোবেসে ‘সুলতানুল ওয়ায়েজিন’ বলে ডাকেন। তিনি ‘মাহবুবুল উলামা’ বা ‘আলেমদের প্রিয়জন’ নামেও প্রসিদ্ধ।

তার স্বভাবসুলভ হাসিমাখা কথার জাদুতে মন জয় করে নেন উপস্থিত শ্রোতাদের। মুহূর্তেই উজ্জীবিত হয় মাহফিলস্থল। মুমিন হৃদয়ে ঢেউ উথলে উঠে তার হৃদয়ছোঁয়া সুরের মূর্ছনায়। হাজারো জনতা তন্ময় হয়ে হেদায়েতের কথা, আমলের কথা, জীবন পরিবর্তনের কথা শোনেন। দয়াময় আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানো, রাসুল সা:-এর ভালোবাসা অন্তরে লালন এবং ইসলামের সাথে সংযোগ স্থাপনের মাধ্যম হলো বয়ান। যার বয়ান শোনে পাষাণ হৃদয়ের অনেক শ্রোতা বলে উঠেন, ‘আর নয় সুযোগ নষ্ট, এখন থেকেই ভালো মানুষ এবং আমলি মানুষ হওয়ার চেষ্টা করতে চাই।’

যেহেতু ওয়াজের মঞ্চ এবং মিম্বরের কথায় রয়েছে বিশাল প্রভাব। বিশেষত সেসব বক্তা, যাদের দিকে মানুষ উৎকর্ণ হয়ে থাকে, তারা কী বলেন, তা শোনার জন্য; মানুষের হৃদয় যাদের কথা শোনে প্রশান্তি লাভ করে। এরই ধারাবাহিকতায় তার যুগান্তকারী বয়ানগুলো সংকলনের দাবি উঠতে থাকে ভক্তমহল থেকে। অবশেষে তা আলোর মুখ দেখল। মাওলানা আশিকুর রহমান, মুফতি সালাহুদ্দিন মাসউদ (সম্পাদক, মাসিক কলমদানি) ও মাওলানা শুয়াইব আহমাদ অত্যন্ত যত্ন করে বয়ানগুলো গ্রন্থনা করেছেন। সম্পাদনা করেছেন মাওলানা ওয়ালী উল্লাহ আরমান।

জান্নাতের পথ, তরীকুস সুলুক ও ফয়যানে মুরশিদের লেখক মাওলানা আইয়ূবী ৫ সন্তানের জনক। প্রতিষ্ঠা করেছেন সাভারের আলমনগরে মারকাযুত তারবিয়া বাংলাদেশ নামের ভিন্নধারার শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন জাতীয় দৈনিকে ইসলামবিষয়ক কলামও তিনি নিয়মিত লিখে থাকেন।

সাধারণ মানুষের ওপর ওয়াজের ব্যাপক প্রভাব রয়েছে। এর মাধ্যমে বহু মানুষের আমল-আকিদা দুরস্ত হয়। মানুষ দাওয়াত ও তাবলিগে যাওয়ার উৎসাহ পায়, হক্কানি আলেম ও পীর-বুজুর্গদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পায়। ওয়াজের ব্যাপকতার কারণে চরিত্র বিধ্বংসী বিভিন্ন অপসংস্কৃতিমূলক অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। সমাজে চলমান নানাবিধ বিশৃঙ্খলা দূরীকরণে ওয়াজ কার্যকরী ভূমিকা রাখছে, এটা অস্বীকারের সুযোগ নেই। আর মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীর মতো জনপ্রিয় একজন ওয়ায়েজের বয়ানের অনুলিপি সমাজ পরিবর্তনে আরো ব্যাপক ভূমিকা রাখবে।

মাওলানা আইয়ূবীর অসংখ্য বয়ান থেকে বাছাই করে অতিগুরুত্বপূর্ণ ২১টি বয়ান ছোট শিরোনামে বিস্তারিতভাবে সংকলন করা হয়েছে গ্রন্থটিতে। বিষয়গুলো হলো– মানুষ একটি খনি, পবিত্রতা একটি মূল্যবান হাতিয়ার, মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, সুন্নতের রঙে রঙিন হওয়া, মুমিনের হৃদয়ে ভালোবাসার হকদার, ইসলামই একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা ও তার বহিঃপ্রকাশ, আল্লাহর ভয় ও মৃত্যুর স্মরণ, তওবার গুরুত্ব ও উপকারিতা, ইমানের গুরুত্ব, হালাল উপার্জন এবং হারাম বর্জন, আরশের ছায়াতলে যারা হবেন মেহমান, জীবন হোক ইবাদতে পরিপূর্ণ, আত্মশুদ্ধির গুরুত্ব, ব্যক্তিজীবনে সুন্নতের গুরুত্ব, বিশ্বে মুসলমানের অধঃপতনের কারণ ও উত্তরণের উপায়, মহররমের তাৎপর্য ও আশুরার শিক্ষা, নেক সান্নিধ্য গ্রহণের ফজিলত, সময়ের মূল্য, নবী কারিম (সা.)-এর মর্যাদা ও আল্লাহভীতি গুনাহ থেকে বাঁচার একমাত্র মাধ্যম। ৪৮০ পৃষ্ঠার গ্রন্থটি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহার। মূল্য ৯০০ টাকা মাত্র।

আজকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থের সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানীর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর চৌধুরী, মাওলানা যাইনুল আবিদীন, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মনির হোসাইন কাসেমি, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা হাসান জামিল, মাওলানা আবদুল বাসেত খান, মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বার্তা টোয়েন্টিফোর ডটকমের অ্যাসিস্ট্যান্ট এডিটর মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, গ্রন্থের সম্পাদনা পরিষদ সদস্য মাওলানা সালাউদ্দীন মাসউদ, আশিকুর রহমান, মাওলানা শোয়াইব আহমদ প্রমুখ।

 

 


আরো সংবাদ



premium cement