০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নায়াগ্রা জলপ্রপাত শুনল কোরআনের সুমধুর ধ্বনি (ভিডিও)

নায়াগ্রা জলপ্রপাত শুনল কোরআনের সুমধুর ধ্বনি - ছবি : সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত শুনল পবিত্র কোরআনের সুমধুর ধ্বনি। কানাডা ও যুক্তরাষ্ট্র সীমান্তের মধ্যবর্তী স্থানে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন বিশ্বখ্যাত বাংলাদেশী কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

জলপ্রপাতের কানাডা অংশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের এই বিরল সৌভাগ্য অর্জন করেন তিনি। মঙ্গলবার (২৮ মে) নিজের ফেসবুক পেজে ওই তেলাওয়াতের ভিডিও শেয়ার করে শায়খ আযহারী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘রাতের নায়াগ্রা ফলস’র অসাধারণ দৃশ্য দেখতে দেখতে, দাঁড়িয়ে ছোট একটি তেলাওয়াত।’ ২ মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিওতে শায়খ আযহারী সূরা হুদের ৪১ নাম্বার আয়াত তেলাওয়াত করেন।

আয়াতটির অর্থ-
‘নূহ বললেন, এতে আরোহণ কর। আল্লাহর নামে এর গতি ও এর স্থিতি। আমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।’

ভিডিওটি ফেসবুকে শেয়ার করার পর শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীর ভক্তদের কাছে এটি দারুণ জনপ্রিয়তা পায়। এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, আবারো বাংলাদেশের নাম উঁচু করলেন। আল্লাহ আপনার সম্মানও উঁচু করে দিন।’

আরেক ভক্ত লিখেছেন, ‘মনোমুগ্ধকর দৃশ্য, সাথে উস্তাদের মন শীতল করা তেলাওয়াত-আলহামদুলিল্লাহ। ভক্তদের এরকম আরো নানা স্তুতি বাক্যে প্রশংসায় ভাসছেন শায়খ আযহারী।

কানাডায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক ও বিভিন্ন রাজ্যে অনুষ্ঠেয় একাধিক কোরআন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে বর্তমানে দেশটিতে সফর করছেন শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। গত শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এ ‍উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন এবং আগামী ১০ জুন কানাডা সফর শেষ করে তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কিরাতের রূপকার কারী মুহাম্মাদ ইউসুফ রহঃ-এর বড় পুত্র এবং আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইকরা) প্রেসিডেন্ট ও মা’হাদুল কিরাত বাংলাদেশের পরিচালক।


আরো সংবাদ



premium cement
খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা

সকল