২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ

হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ - ছবি : জিও নিউজ

হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশ নিষিদ্ধ করেছে। হজ মৌসুম আজ থেকে শুরু হয়েছে। তা চলবে ২১ জুন পর্যন্ত চলমান থাকবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এক বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় বলেছে, ভিজিট ভিসাধারীরা হজ করার অনুমতি পাবে না।

মন্ত্রণালয় ভিজিট ভিসাধারীদের এই সময়ের মধ্যে হজের অনুমতি ছাড়া মক্কায় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে। সৌদি প্রবিধান অনুযায়ী জরিমানার বিষয়েও সতর্ক করা হয়েছে।

হজের আনুষ্ঠানিকতা চলাকালীন অনুমোদিত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ রমজান মাসে ওমরা যাত্রীদের বৃদ্ধির পরে সম্ভাব্য রেকর্ড-ব্রেকিং উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement