২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আস-সুন্নাহ ফাউন্ডেশনে ১ বছর মেয়াদি ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’

কোর্সটির সরাসরি তত্ত্বাবধান করবেন শায়খ আহমাদুল্লাহ - ছবি : সংগৃহীত

‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’ শিরোনামে ১ বছর মেয়াদি একটি বিশেষ কোর্স চালু করেছে দেশের শীর্ষ ইসলামী দাতব্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সংস্থাটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ কোর্সটির সরাসরি তত্ত্বাবধান করবেন।

কোর্সে ইসলাম ও দাওয়াহর সামগ্রিক পরিচিতি, দাওয়ার উসূল, মানাহেজ, ওসায়েল, ইতিহাস, ইংরেজি ভাষা, আইসিটি, সোশালজি-সাইকোলোজি, রিসার্চ মেথোডোলজি, তুলনামূলক ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে পাঠদান করা হবে।

পাশাপাশি পাবলিক স্পিকিং, শুদ্ধ উচ্চারণ, বেসিক লেখালেখি ইত্যাদি বিষয়েও দেয়া হবে বিশেষ গুরুত্ব।

আনুষঙ্গিক জ্ঞাতব্য
কোর্সটিতে ভর্তির জন্য অনলাইনে গুগল ফরমে বা সরসরি আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসে এসে আবেদন করা যাবে। লিখিত পরীক্ষার তারিখ ০৫ শাওয়াল বিকেল ৩টা। মৌখিক পরীক্ষা ০৬ শাওয়াল।

প্রথম বছর সর্বোচ্চ সিট সংখ্যা ২০টি। কোটা পূরণ হয়ে গেলে ভর্তি বন্ধ হয়ে যাবে। কোর্সটি সম্পূর্ণ আবাসিক।

গুগল ফরমে আবেদন করতে এখানে ক্লিক করুন।

কোর্সের বৈশিষ্ট্য
সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এ্যাফিলিয়নের মাধ্যমে ডিপ্লোমাকে মাস্টার্স সমমান হিসেবে স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ইসলামী দাওয়াহর বেসিক বিষয়াবলির পাশাপাশি শিক্ষার্থীদেরকে আইসিটিতে দক্ষ করে তোলা। মানুষের মনস্তত্ব বুঝে দাওয়াহর কাজ করার জন্য সোশালজি ও সাইকোলোজির পাঠদান। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজের সমস্যাবলি শনাক্ত করা ও প্রতিকারের জন্য রিসার্চ মেথলোডলজি শেখানো। দাওয়াহর ইংরেজি রিসোর্সগুলো ব্যবহারে সক্ষম করতে কমিউনিকেটিভ ইংলিশে দক্ষ করা এবং কনটেম্পরারি স্কিলস তৈরির জন্য লেখালেখি, শুদ্ধ উচ্চারণ, পাবলিক স্পিকিং, লিডারশিপ, মাইন্ড ট্রেনিং ইত্যাদি কোর্সের আয়োজন করা।

সুযোগ-সুবিধা
কোর্সের কৃতি শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকবে দেশ-বিদেশের সম্ভাবনাময় দাওয়াহ সেক্টরে কাজের সুযোগ। কম্পিউটার সমৃদ্ধ ল্যাব। সমৃদ্ধ লাইব্রেরি। মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা। প্রযোজ্য ক্ষেত্রে মাসিক ২ হাজার টাকা বৃত্তি।

যোগাযোগ
আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট# সি-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল : 01958-277669 (বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)।

 

 


আরো সংবাদ



premium cement
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছাত্রশিবির আয়োজিত সায়েন্স ফেস্ট ২০২৪ এর রেজিস্ট্রেশনের সময় শেষ আগামীকাল

সকল