২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাজিদের জন্য প্রস্তুত ১৮৬০ ভবন

হাজিদের জন্য প্রস্তুত ১৮৬০ ভবন - প্রতীকী ছবি

হাজিদের যাবতীয় প্রক্রিয়া সহজীকরণে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আবর। এর আওতায় হাজিদের আবাসন নিশ্চিত করতে প্রায় দু’হাজার ভবনের লাইসেন্স দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) হজবিষয়ক মন্ত্রণালয় বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুসলিম হজযাত্রীদের আবাসনের দায়িত্বে থাকা সৌদি কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত হজের মওসুমে হাজিদের থাকার জন্য পবিত্র মক্কা নগরীতে এক হাজার ৮৬০টি ভবনকে লাইসেন্স দেয়া হয়েছে। এসব ভবনে অন্তত ১২ লাখ হজযাত্রীর আবাসন নিশ্চিত হবে।

প্রতিবেদনে জানানো হয়, আগামী ৮ মে পর্যন্ত ভবন মালিকদের থেকে লাইসেন্সের আবেদন নেয়া হবে। ফলে মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত ভবনের সংখ্যা পাঁচ হাজার ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের তথ্যানুসারে, ২০২৩ সালে ২০ লাখ হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন। করোনোর পর গত বছরের এ সংখ্যা সর্বোচ্চ। এর ফলে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে হজযাত্রীর সংখ্যা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের হজযাত্রীদের শুক্রবার (০১ মার্চ) থেকে ভিসা ইস্যু করা শুরু করেছে সৌদি আরব। আগামী ২৯ এপ্রিল ভিসা প্রদান শেষ হবে। এরপর ৯ মে থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসা শুরু করবেন।

আগামী জুনে হজ মৌসুম শুরু হবে। এ মৌসুমকে ঘিরে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজবিষয়কমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ জানিয়েছেন, এবার পবিত্র স্থানগুলোতে দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেয়া হবে না।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল