রাজধানীতে আদ-দাওয়াহ বাংলাদেশের আয়োজনে ‘মাইন্ড সলিউশন’ কর্মশালা অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০০
রাজধানীতে আদ-দাওয়াহ বাংলাদেশের আয়োজনে ‘মাইন্ড সলিউশন’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ইসলামী ধারার লেখক ও গবেষকরা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার পুরানা পল্টনে অবস্থিত পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টারস ফোরামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার আয়োজক আদ-দাওয়াহ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরী বলেন, মাদরাসা শিক্ষার্থীসহ দেশের তরুণ সমাজকে মানসিকভাবে দৃঢ় করে সম্ভাবনা ও সফলতার জন্য প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, লেখক মাওলানা যাইনুল আবিদীন, রাষ্ট্রচিন্তক ও কবি মাওলানা মুসা আল হাফিজ, গবেষক ও ইসলামী অর্থনীতিবিদ মুফতি আব্দুল্লাহ মাসুম, ইসলামী আলোচক মুফতি রেজাউল করীম আবরার।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরীর পরিচালনয় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন লেখক ও সোস্যাল এক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদি। আরও বক্তব্য রাখেন, ইংরেজি শিক্ষা একাডেমি সাইফোর্সের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান, দেশের প্রথম ইসলামি ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, রাজধানীর পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, হাফেজ্জী হুজুর সেবা সংস্থার চেয়ারম্যান মাওলানা রজিবুল হক, ক্যারিয়ার বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা আফজাল হোসাইন, হক টুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান নেয়ামুল হক ও সমকালীন এর আনাস প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা