জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭ বছরের শিশুর বিস্ময়কর সাফল্য
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৫
সবাইকে অবাক করে দিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছে ছোট্ট শিশু মো: সা’দ বিন ইউসুফ।
গত মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানেই ১০ পারা গ্রুপে সাত বছরের ছোট্ট এই শিশু দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতার আয়োজক ছিল ইশা’আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এটি ছিল সংস্থাটির ৫ম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান। এবারের চূড়ান্ত পর্বে প্রধান বিচারক ছিলেন দেশের বিশিষ্ট হিফজ-শিক্ষক শায়খ নেছার আহমাদ আন নাছিরি।
শিশু মো: সা’দ রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছোট কৈলাটী গ্রামের হাফেজ মাওলানা ইউসুফ সিদ্দিকীর ছেলে।
আল-কারীম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা কারী আব্দুর রহমান নয়া দিগন্তকে বিষয়গুলো নিশ্চিত করেছেন। দেশের প্রসিদ্ধ ও স্বনামধন্য এ হাফেজ শিশু মো: সা’দ বিন ইউসুফসহ তার সকল ছাত্র ও মাদরাসার সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা