মাতৃভাষা দিবস উপলক্ষে যে বার্তা দিলেন ৩ বিশিষ্ট ইসলামী স্কলার
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২
অমর একুশে আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আমাদের তরুণ ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। বিশেষ এই দিনটিতে অন্যান্যদের মতো জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন সময়ের জনপ্রিয় তিন ইসলামী স্কলার।
বুধবার দেশের অন্যতম জনপ্রিয় আলেম ও ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলতেন। শুদ্ধ ও সুন্দর ভাষায় কথা বলা সুন্নাহ। সকল নবী-রাসূলকে মহান আল্লাহ স্বজাতির ভাষায় (মাতৃভাষায়) প্রেরণ করেছেন। আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যারা আত্মত্যাগ করেছেন—সেই আবদুস সালাম, আবদুল জাব্বার, রফিক উদ্দীন আহমাদ, শফিউর রহমান ও আবুল বরকতকে মহান আল্লাহ আমাদের পক্ষ হতে উত্তম বিনিময় দান করুন।’
তিনি আরো লেখেন, ‘তাদের অবদানের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন হবে তখনই, যদি সর্বত্র আমরা বাংলাভাষার চর্চা করি, বাংলাভাষায় কথা বলতে হীনম্মন্যতায় না ভুগি, বাংলাভাষার বিকৃত উচ্চারণ থেকে বিরত থাকি এবং অপ্রয়োজনীয় অন্য ভাষা ব্যবহার থেকে বেঁচে থাকতে পারি। আসুন, আল্লাহর নেয়ামতের যথাযথ ব্যবহার এবং তাদের অর্জনের প্রতি শ্রদ্ধা রেখে সবাই সর্বত্র নিঃসংকোচে বাংলাভাষার চর্চা করি এবং ভাষার অপব্যবহার (খারাপ ভাষায় কথা বলা, গালমন্দ, মিথ্যা, প্রতারণা ইত্যাদি) থেকে বিরত থাকি।’
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পবিত্র কোরআনের সুরে বাংলাদেশের নাম উজ্জ্বলকারী বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ কারী আহমাদ বিন ইউসুফ আল আযহারিও মাতৃভাষা দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে বিশেষ গুরুত্ব রাখে। আল্লাহ রব্বুল আলামীন পবিত্র কোরআনের ইরশাদ করেছেন, ‘তাঁর আরো এক নিদর্শন হচ্ছে- নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র।’
তিনি আরো বলেন, ‘নিজ মাতৃভাষাকে বিশুদ্ধভাবে শেখা এবং কথা বলা সুন্নাহও বটে। কারণ আরবি ভাষা বিশুদ্ধভাবে শেখার জন্য রাসূলুল্লাহ সা:-কে শিশু বয়সে মা আমিনার ঘরে পালক হিসেবে দেয়া হয়েছিলো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে- বর্তমান প্রজন্মের সকল বয়সের মানুষকে দেখা যাচ্ছে নিজের মাতৃভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করে বিদেশী সংস্কৃতি ও ভাষাকে আয়ত্ব করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আজকের ভাষা দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে ভালোবাসবো এবং যথাযথভাবে শিখবো এবং আমাদের সন্তানদের শেখাবো।’
মাতৃভাষা দিবসে বার্তা দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী আরেক অতি জনপ্রিয় ইসলামী স্কলার ও প্রসিদ্ধ বক্তা মাওলানা মিজানুর রহমান আযহারি। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘মাতৃভাষার মর্যাদা শুধু দিবস পালনের মাঝেই সীমাবদ্ধ না হোক। আমাদের সকলের ভাষার প্রয়োগ হোক— শুদ্ধ, পরিশীলিত ও শিষ্টাচার সমৃদ্ধ।’
তিনি এই ক্যাপশনের সাথে একটি কার্ড শেয়ার করেছেন। তাতে লেখা হয়েছে পবিত্র কোরআনের আয়াত—‘তাঁর নিদর্শনের মধ্যে রয়েছে- আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। জ্ঞানীদের জন্য অবশ্যই এতে আছে বহু নিদর্শন।’ (সূরা রুম, আয়াত : ২২)
সেই সাথে মাওলানা আযহারি লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি জানাই হৃদয় নিংড়ানো দোয়া, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা