কওমি ফারেগীন শিক্ষার্থীদের কর্মমুখী করতে মারকাযুদ দিরাসার বিশেষ উদ্যোগ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩২, আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪
‘ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা উভয়টি জাতির জন্য অভিশাপ’- মুজাহিদে আজম মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ:-এর অমর এই বাণী হৃদয়ে ধারণ করে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত প্রসিদ্ধ কওমি মাদরাসা মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকা। প্রতিষ্ঠানটি আগামী শিক্ষাবর্ষ (২০২৪/২৫) থেকে একই বছরে দাওরা হাদিসের পাশাপাশি আইটি ডেভলপমেন্ট কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১১ ফ্রেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি থেকে পড়াশোনা সম্পন্নকারী ফারেগিন শিক্ষার্থীদের একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সেখানেই মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকা'র মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী এই সিদ্ধান্তের কথা জানান।
এ সময় কোর্সটির পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন এখানকার নাজিমে তালীমাত মুফতী রায়হান আনওয়ার। এতে উপস্থিত আলেম ও সাবেক শিক্ষার্থীরা যুযোগপযোগী এই সিদ্ধান্তে দারুণ অভিভূত হন এবং উচ্ছ্বাস প্রকাশ। করেন। তারা বলেন- কোর্সটি বাস্তবায়ন করা গেলে মাওলানা ফরিদপুরী রহ:-এর অমর ওই বাণীর বাস্তব প্রতিফলন লক্ষ্য করা যাবে।
মারকাযুদ দিরাসাহর নিয়মিত আলেম কোর্সটিকেও পাঁচ বছরের সমৃদ্ধ সিলেবাসে সাজানো হয়েছে বলে নাজিমে তালীমাত নিশ্চিত করেছেন। তার দেয়া মারকাযুদ দিরাসাহর সিলেবাসের রূপরেখাটি তুলে ধরা হলো-
এক বছরে দাওরায়ে হাদিস ও আইটি ডেভলপমেন্ট
যা পড়ানো হবে:
১. দাওরায়ে হাদিসের সমস্ত কিতাব (পূর্ণ তাকরীরসহ)
২. অফিস প্রোগ্রাম (আরবী, বাংলা ও ইংরেজি টাইপিং, এমএস ওয়ার্ড,এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট)
২. গ্রাফিক্স ডিজাইন (ব্যানার, পোস্টার, আইডি কার্ড, লোগোসহ ফটোশপ ও ইলাস্ট্রেটরের খুটিনাটি সবকিছু)
৩. ইংলিশ ল্যাংগোয়েজ (স্পোকেন, রাইটিং, ভোকাবোলারী, গ্রামার)
৪. ডিজিটাল মার্কেটিং (ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম মার্কেটিং)
৫. এআই/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
৬. একাউন্টিং (আধুনিক পদ্ধতিতে কোম্পানি ও প্রতিষ্ঠানের হিসাব-কিতাব প্রশিক্ষণ
৭. বিজনেস ম্যানেজমেন্ট (ব্যবসা পরিচালনা)
বৈশিষ্ট্য সমূহ:
১. আবাসিক ও অনাবাসিক
২. উলূমুল হাদীস বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা দরস প্রদান
৩. সার্বক্ষণিক সহযোগিতা ও তত্ত্বাবধায়ন
৩. আইটি স্পেশালিস্ট দ্বারা প্রশিক্ষণ প্রদান
৪. ফ্রিল্যান্সিং (ঘরে বসে উপার্জন) এর পূর্ণ গাইডলাইন
৫. আধুনিক কম্পিউটার ল্যাব
৬. উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্ম সংস্থানের নিশ্চয়তা।
হাইআতুল উলিয়ার অধীনে দাওরা পরীক্ষায় অংশগ্রহণ এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে আইটি এক্সামে অংশগ্রহণ।
এছাড়াও মাত্র চার বছরে শুরু থেকে মেশকাত পর্যন্ত পড়ার শর্ট কোর্সে থাকবে-
১ বছরে জালালাইন ও মেশকাত
১ বছরে কাফিয়া ও শরহে বেকায়া
১ বছরে মাদানী নেসাব ২য় বর্ষ
১ বছরে মাদানী নেসাব ১ম বর্ষ
লক্ষ্যণীয় বিষয় :
১। অভিনব কার্যকরী পদ্ধতিতে সকল কিতাবের পাঠদান।
২। বেফাক পরীক্ষায় অংশগ্রহণ এবং ভালো ফলাফল অর্জনের জন্য বছরের শুরু থেকে পরীক্ষা ভিত্তিক মেহনত।
৩। তিনবেলা উন্নত মানের খাবার পরিবেশন।
৪। আর্থিক দূর্বলদের জন্য বিশেষ ছাড়
৫। সাপ্তাহিক বিষয়ভিত্তিক ইলমী মুহাযারা।
৬। সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ।
ব্যতক্রমী এই আয়োজন যাদের জন্য -
১। মেধাবী
২। যার হাতে সময় কম
৩। কওমি সিলেবাস পড়ে যারা জেনারেল শিক্ষায় অংশ নিতে চায়
৪। বহুমুখী পেশায় কাজ করতে আগ্রহী
৫। জেনারেল শিক্ষিত
মারকাযুদ্ দিরাসাহ ঢাকা। ৮৮১,পূর্ব কাজীপাড়া কাফরুল ঢাকা-১২১৬
যাতায়াত : শেওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝামাঝি মেট্রো পিলার নম্বর ২৯২-২৩ মাঝে পূর্ব দিকে বিন্দুবৃত্ত গলি দিয়ে জামতলা কাঁচাবাজার সংলগ্ন মাদরাসা। ফোন : ০১৭৬০-২৫৪৬৮৯, ০১৭৪০৫০৭০১০
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা