২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত করবেন মাওলানা সাআদের ছেলে মাওলানা ইউসুফ

এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত করবেন মাওলানা সাআদের ছেলে মাওলানা ইউসুফ - নয়া দিগন্ত

আগামীকাল রোববার সকালে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমা। এবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সাআদ কান্দলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাআদ। মোনাজাতের আগে তিনি হেদায়েতি বয়ান করবেন। তার প্রদত্ত বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। তবে এখনো মাওলানা সাআদ সাহেবের ইজতেমায় আসার আশা করছেন তার অনুসারীরা। তিনি শনিবার সন্ধ্যায় এসে পৌঁছালে রোববার সকালে তার আখেরি মোনাজাত করার সম্ভাবনা রয়েছে বলেও ইজতেমা ময়দানে অবস্থানরত সাধারণ মুসল্লিরা জানান। তবে মাওলানা সাআদ সাহেবের টঙ্গী বিশ্ব ইজেমায় আগমন এখনো নিশ্চিত নয় বলে জানান 'মূলধারা তাবলীগ জামাত বাংলাদেশ, নিজামুদ্দিনের অনুসারী' মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। তবে সাআদ সাহেবজাদার আখেরি মুনাজাতের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ফজরের পরে বয়ান করবেন মুফতি মাকসুদ (ভারত)। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। এসব তথ্য নিশ্চিত করে মিডিয়া সমন্বয়কারী সায়েম আরো জানান, আজ শনিববার ফজরের পর তাবলিগের মৌলিক বিষয়ে বয়ান করেন সাআদ কান্দলভীর ছেলে মাওলানা সাঈদ বিন সাদ। তার এ বয়ান তাৎক্ষণিক বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। এর পর সকাল সাড়ে ১০টায় মোয়াল্লেমদের (শিক্ষকদের) উদ্দেশে বয়ান করেন মাওলানা আব্দুল আজিম। এর পর জোহরের পরে মাওলানা শরিফ সাহেব (ভারত) বাংলা তরজমা-মাওলানা মাহমুদুল্লাহ, আসরের পরে মাওলানা ওসমান সাহেব (পাকিস্তান), বাংলা তরজমা-মাওলানা আজিম উদ্দিন সাহেব বয়ান করার কথা রয়ছে। এর পর আজও (শনিবার) বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ হবে। শনিবার মাগরিবের পরে মুফতি ইয়াকুব সাহেব (ভারত) বয়ান করবেন এবং তার বয়ান বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।


আরো সংবাদ



premium cement