২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাঁদপুর এমদাদিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুর রশীদের ইন্তেকাল

চাঁদপুর এমদাদিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুর রশীদের ইন্তেকাল - ফাইল ছবি।

২০২৩ সালের শেষ প্রান্তে এসে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুর এমদাদিয়া মাদরাসার সাবেক মুহতামিম কচুয়ার বিশিষ্ট আলেম শায়খুল হাদিস মাওলানা আব্দুর রশীদ (৮১)।

চাঁদপুরের কচুয়ার ঘাঘড়া গ্রামে বাবা মুহাম্মদ আমজাদ আলীর ঔরসে জন্ম নেয়া এই আলেম ৩০ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টায় অসুস্থতাবস্থায় থেকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

কচুয়ার অন্যতম শীর্ষ মাদরাসা জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদরাসা মাঠে তার জানাজা পর দিন রোববার ৩১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উজানী পীর মাওলানা আশেকে এলাহী-এর ইমামতিতে জানাযায় উপস্থিত ছিলেন মাওলানা ফজলে এলাহী, উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, কচুয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফা, নায়েবে মুহতামিম ও কচুয়া বড় মসজিদের ইমাম মুফতী মাহবুবুর রহমান, নিশ্চিন্তপুর কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, হাজীগঞ্জ বড় মসজিদে খতীব শায়খুল হাদীস আব্দুর রব, হাজীগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা কাজী আবু তাহের, চাঁদপুর জাফরাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াস ফরিদী, ফতেহবাপুর মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হুসাইনসহ কচুয়া ও চাঁদপুরের গণমান্য ব্যক্তিবর্গ ও আলেম-ওলামা।

মরহুম মাওলানা আব্দুর রশীদ ছিলেন প্রখ্যাত আলেম মনীষী হাফেজ্জী হুজুর ও মুহাদ্দিস সাব নামে প্রসিদ্ধ হেদায়েত উল্লাহ সাহেবের খাস ছাত্র। প্রখ্যাত মুফাস্সির মাওলানা জামাল উদ্দিন সাহেবের পর তিনি কচুয়া অঞ্চলে চমৎকারভাবে তাফসির মাহফিলগুলো জামাল সাহেবের তর্জে চালিয়ে গেছেন। শিক্ষা সমাপনীর পর প্রথম দিকে তিনি কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে ছিলেন। পরবর্তীতে চাঁদপুর এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম হলেন। এরপর লম্বা সময় অসুস্থতা নিয়ে বাড়িতে কাটিয়েছেন কচুয়ার গর্ব এই আলেম।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে যান।


আরো সংবাদ



premium cement