২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অমনোযোগী ছাত্রদের অভিনব পদ্ধতিতে কোরআন শিক্ষা

সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা দেন এই তরুণ আলেম - ছবি : সংগৃহীত

চনমনে, মেধাবী, পড়ালেখায় ভালো- এমন বাচ্চাদের নিয়ে অভিভাবকরা যেমন উচ্ছ্বসিত থাকেন, ঠিক এর বিপরীত হয়, যখন বাচ্চারা অতিরিক্ত দুষ্টু, মেধায় দুর্বল ও অমনোযোগী হয়। তবে যেসব অভিভাবক তাদের এরূপ দুষ্টু ও দুর্বল মেধার বাচ্চাদের নিয়ে চিন্তিত, তাদের জন্য সুখবর। মিরপুরে এমন বাচ্চাদের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে ‘আদর্শ মাদরাসা’

ব্যতিক্রমী এই মাদরাসাটি গড়ে তুলেছেন তরুণ আলেম মাওলানা ফয়জুল্লাহ মাহমুদ। দেশের হক্কানী আলেম-ওলামার পরামর্শে রাজধানীর মিরপুরের ১০ নম্বর সেকশনে তিনি এটি গড়ে তুলেছেন। তিনি জানান, মূলত যেসব বাচ্চা নুরানী ও নাজেরায় দুর্বল তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠিত তার ‘আদর্শ মাদরাসা’।

এ প্রসঙ্গে ফয়জুল্লাহ মাহমুদ বলেন, অনেক ছাত্ররা মাদরাসায় ভর্তি হওয়ার পর, নিয়মিত ক্লাসে অংশগ্রহন না করায় পিছিয়ে যায়। যে বয়সে হিফজ শেষ হওয়ার কথা, সেই বয়সে শেষ হয়না নূরানী নজেরাও। তাই পিছিয়ে যাওয়া এ সমস্ত ছাত্রদেরকে প্রাইভেট কেয়ারের মাধ্যমে খুব দ্রুত ও অল্প সময়ে হিফজের উপযোগী করে তোলার জন্য এই উদ্যোগ নিয়েছি।

এ সম্পর্কে তিনি আরো বলেন, শুধু পড়াশোনার মানোন্নয়নই নয়! পাশাপাশি ছাত্রদের উত্তম আখলাক ও আমলি বিষয়েও গুরুত্ব দেয়া হবে যত্নের সাথে। পাশাপাশি উত্তম পরিবেশে থাকা, বাচ্চাদের পুষ্টি সমৃদ্ধ খাবারের ব্যবস্থা, ইংলিশ স্পোকেন এবং সুন্দর হাতের লেখার প্রতিও সমান গুরুত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় Fayezullah Mahmud বাচ্চাদের অনুপ্রাণিত করা ও অভিভাবকদের সচেতন করার ভিডিওর মাধ্যমে খুব পরিচিত ও জনপ্রিয়। মূলত তার দর্শকদের অনুরোধে অল্প সময়ে এই প্রতিষ্ঠানটি শুরু করার উদ্যোগটি নেয়া হয়েছিলো। তাই দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আমি চাইলে অনেক বেশি ছাত্র নিয়ে বড় আকারে প্রতিষ্ঠান শুরু করতে পারতাম। কিন্তু ১৫ জন ছাত্র নিয়ে ‘আদর্শ মাদরাসা’র যাত্রা শুরু করছি। যেনো আমি নিজেই তাদের পাঠদান করতে পারি ও সর্বক্ষণ বাচ্চাদেরকে আমার নজরদারিতে রাখতে পারি।

 


আরো সংবাদ



premium cement
ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু রোববার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ রেহানার সুরের মূর্ছনায় হেমন্তের এক মুগ্ধ সন্ধ্যা একুশে বইমেলায় স্টলভাড়া কমানোর দাবি ২ বছরের মধ্যে সবচেয়ে ভালো সপ্তাহ পার করল স্বর্ণের বাজার

সকল