১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গাড়ির সিটে ঘুমালে কি অজু নষ্ট হয়?

গাড়ির সিটে ঘুমালে কি অজু নষ্ট হয়? - প্রতীকী ছবি।

বাসের সিটে যদি মোটামুটি সোজা হয়ে বসা হয় এবং নিতম্ব সিটের সাথে এঁটে থাকে, তাহলে এ অবস্থায় ঘুমালে অজু নষ্ট হবে না। এক্ষেত্রে এরূপ ঘোমানোর পর আদায়কৃত নামাজ সহীহ হয়ে যাবে।

প্রকাশ থাকে যে, চেয়ার কোচের স্লিপিং জাতীয় সিট একেবারে ফেলে দিয়ে ঘুমালে অজু নষ্ট হয়ে যাবে। কেননা এক্ষেত্রে নিতম্ব সিটের সাথে এঁটে থাকে না।

তথ্যসূত্র : মাজমাউল বাহরাইন, পৃষ্ঠা : ৭৩, আলবাহরুর রায়েক ১/৩৮, রদ্দুল মুহতার ১/১৪১


আরো সংবাদ



premium cement