১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জুমার দিনে যে আমলে ৮০ বছর ইবাদতের সওয়াব

জুমার দিনে যে আমলে ৮০ বছর ইবাদতের সওয়াব - ছবি : সংগৃহীত

জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের ফজিলত বেশি। এই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু সওয়াব নিহিত রেখেছেন। তাই এই দিনে রয়েছে বিশেষ কিছু আমল। যাতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের ও অফুরন্ত সওয়াব অর্জনের সুযোগ।

হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূল সা: ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাবারে আসরের নামাজ শেষে স্বীয় স্থান ত্যাগ করার আগে নিম্নোক্ত দরুদ শরিফ ৮০ বার পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করা হবে।

দরুদ শরিফটি হলো-

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়া সাল্লিম তাসলীমা

জুমার দিনের আরো কিছু আমলের মধ্যে রয়েছে, সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসে এসেছে, জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে। এজন্য আমাদের বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, জিকির করার পাশাপাশি সূরা কাহফ তেলাওয়াত করা উচিৎ। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক। আমিন

দেখুন:

আরো সংবাদ



premium cement