১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রোজা অবস্থায় কি টিকা নেয়া যাবে?

‘রোজা অবস্থায় টিকা নিতে সমস্যা নেই’। - ছবি : সংগৃহীত

প্রশ্ন : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এখনো আমাদের দেশের কেউ কেউ টিকা নিতে পারেননি। তারা জানতে চান রোজা অবস্থায় কি করোনা ভাইরাসসহ যেকোনো রোগের টিকা গ্রহণ করা যাবে?

উত্তর : রোজা রেখে করোনাসহ যেকোনো ধরনের রোগের টিকা নিতে বাধা নেই। বিশ্বের জুমহুর তথা অধিকাংশ আলেম ও ইসলামী স্কলার ‘রোজা অবস্থায় টিকা নিতে সমস্যা নেই’ এই কথার ওপর একমত হয়েছেন। (জামিয়াতুল উলুম আল ইসলামিয়্যাহ আল্লামা মোহাম্মদ ইউসুফ বানুরী টাউন করাচীর ফতোয়া অবলম্বনে, ফতোয়া নং ১৪৪২০৮২০১০১৮)

একইসাথে ইসলামিক ফাউন্ডেশনও এ ব্যাপারে মত দিয়েছে। গত মার্চের মাঝামাঝিতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

তথ্যসূত্র : ফতোয়ায়ে হিন্দিয়া ১/২০৩, ফতোয়ায়ে শামী ২/৩৯৫


আরো সংবাদ



premium cement