২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুন্নত বা নফল সালাত ঘরে আদায়

সুন্নত বা নফল সালাত ঘরে আদায় - ফাইল ছবি

আবদুল্লাহ ইবনে উমর রা: থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা: জুুহরের (ফরজ সালাতের) আগে দুই রাকাত ও পরে দুই রাকাত, মাগরিবের পর দুই রাকাত সালাত তাঁর ঘরে আদায় করতেন। তিনি ইশার পরে দুই রাকাত সলাত আদায় করতেন। আর জুমার (ফরজ সালাতের) পর ঘরে এসে দুই রাকাত আদায় করতেন।

(সুনানে আবু দাউদ : ১২৫২)


আরো সংবাদ



premium cement