২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

আগামীতে হাজিদের কোনো অভিযোগ থাকবে না : ধর্ম প্রতিমন্ত্রী

আগামীতে হাজিদের কোনো অভিযোগ থাকবে না : ধর্ম প্রতিমন্ত্রী - ছবি : সংগৃহীত

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, হজ এজেন্সি নিয়ে আগামীতে হাজিদের কোনো অভিযোগ থাকবে না। তিনি আরও বলেন, অতীতে হজ এজেন্সি হাবের (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিষয়ে অনেক অভিযোগ ছিল। কিন্তু বর্তমান হাব আমাদের অনেক সহযোগিতা করছে। বর্তমান হাব ভালো কাজ করছে।

বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৯ হজ ব্যবস্থাপনা ভালো ছিল। তবে সকলের সহযোগিতায় আগামী ২০২০ সালের হজ আরও বেশি ভালো হবে। সে লক্ষ্যে কাজ করছি।

সফল ও ভালোভাবে হজ ব্যবস্থাপনা করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সাথে বিমান, স্বরাষ্ট্র, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সহযোগিতা আশা করেন প্রতিমন্ত্রী।

ধর্ম সচিব আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য নজিবুল বাশার মাইজভান্ডারী, মাহমুদুস সামাদ চৌধুরী ও হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement