০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

স্কুলগামী শিক্ষার্থীদের দ্বীন শেখার ফলপ্রসূ মাধ্যম আফটার স্কুল মক্তব : মাওলানা মাহফুজুল হক

মাওলানা মাহফুজুল হক - ছবি : নয়া দিগন্ত

স্কুলগামী শিক্ষার্থীদের দ্বীনি ইলম শেখানোর সবচেয়ে ফলপ্রসূ মাধ্যম আফটার স্কুল মক্তব। প্রতিদিন মাত্র এক ঘণ্টা সময় দিলে স্ব স্ব স্কুলেই প্রয়োজনীয় দ্বীন শেখানো সম্ভব। সকল স্কুল পরিচালক আফটার স্কুল মক্তব পদ্ধতি অনুসরণ করলে কুরআনি শিক্ষার আরো অগ্রগতি হবে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মুহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসায় অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক এসব কথা বলেন।

এতে আরো উপস্থিত ছিলেন, হাফেজ্জী চ্যারিটেবলের সহ-সভাপতি ডা. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল, নির্বাহী সদস্য প্রফেসর মুহাম্মদ আবুল কাইউম, মহাপরিচালক মুহাম্মাদ রাজ কোষাধ্যক্ষ নুরুল আমীন, সহ-সভাপতি মুহসিন বিন মুঈন, আফটার স্কুল মাকতাব দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম, বৃহত্তর মোহাম্মাদপুরের স্কুলসমূহের পরিচালক, শিক্ষক, অভিভাবক ও উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা।

জামিয়া রাহমানিয়া আজিজিয়া কর্তৃক পরিচালিত আফটার স্কুল মাকতাবের উদ্যোগে ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় প্রথমবারের মতো আন্তঃস্কুল কুরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর মোহাম্মাদপুর, বসিলা, আদাবর, শ্যামলীর ৮৮টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ৪৭টি স্কুলের ৬৫ জন শিক্ষার্থী।

বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ্জী চ্যারিটেবলের সভাপতি মিকাইল করিম বলেন, হাফেজ্জী হুজুর রহ.-এর স্বপ্ন ছিল ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার দ্বীনি মক্তব প্রতিষ্ঠা করা। আমরাও সেই লক্ষে এগিয়ে যাচ্ছি। যেন আমাদের সন্তানরা স্কুলের পড়ার পাশাপাশি স্বল্প সময়ে দ্বীনি শিক্ষা ও কোরআন শরিফ বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা লাভ করে।

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগায় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। যেখানে বিজয়ীদেরকে লক্ষাধিক টাকার পুরষ্কার দেয়া হবে।


আরো সংবাদ



premium cement