১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

‘সাকরাইন উৎসব’ নিয়ে কিছু কথা

শায়খ আবদুল জাব্বার জাহাঙ্গীর - ছবি : নয়া দিগন্ত

হিন্দু ধর্মাবলম্বীদের ‘পৌষ সংক্রান্তি’ পূজাই হলো সাকরাইন উৎসব। পৌষ মাসের শেষ দিনে এই সাকরাইন উৎসবের আয়োজন করা হয়। সাকরাইন উৎসবটি হিন্দুদের হওয়া সত্ত্বেও পুরান ঢাকায় সাড়ম্বরে পালিত হয়ে থাকে এ উৎসবটি, একে ঘুড়ি উৎসবও বলা হয়।

রঙ-বেরঙের ঘুড়ির আড়ালে আতশবাজি আর ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গার তীরবর্তী শহরের আকাশ। সন্ধ্যা গড়ালেই শহরের ছাদে-ছাদে চলতে থাকে আড্ডা, নাচ-গান ও অশ্লীল নৃত্য। রাত গভীর হলেই যিনা-ব্যভিচার আর বেহায়াপনায় ডুবতে থাকে বাড়ির ছাদগুলো। আতঙ্ক আর ভয় ছড়িয়ে পড়ে চারদিকে। 

একজন মুসলিম কীভাবে এ হারাম কাজে যুক্ত হতে পারে? হিন্দুদের পূজায় একজন ঈমানদার কীভাবে অংশগ্রহণ করতে পারে? তা আমার বোধগম্য নয়!

এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‏ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ    ‏.    
‘যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে সে তাদের দলভুক্ত।’
                      (সহীহ, আবূ দাউদ : ৩৫১২)

এই হাদিসের ব্যাখ্যায় শায়খ সালেহ আল-ফাওযান বলেন, ‘সাদৃশ্যগ্রহণ এক ধরনের ভালোবাসা। কেননা, কেবল ভালোবাসার কারণেই অন্যের অনুকরণ ও অনুসরণ করা হয়ে থাকে।’
(তাওহীদের কাঠগড়ায় শির্ক-বিদ’আত, পৃষ্ঠা : ২৯৩)

এই বিষয়েই সাবধান হওয়ার জন্য উম্মতকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ  شِبْرًا  شِبْرًا  وَذِرَاعًا  
بِذِرَاعٍ،  حَتَّى  لَوْ  دَخَلُوا  جُحْرَ  ضَبٍّ  تَبِعْتُمُوهُمْ 

‘অবশ্য অবশ্যই তোমরা তোমাদের আগের লোকদের নীতি-পদ্ধতিকে বিঘতে-বিঘতে, হাতে-হাতে অনুকরণ করবে। এমনকি তারা যদি দবের গর্তে ঢুকে, তাহলে তোমরাও তাদের অনুকরণ করবে।’
(সহীহ, বুখারী : ৭৩২০)

এসব হারাম কর্মকাণ্ড শয়তানকে খুশি করে যাচ্ছে আর মহান আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে! শয়তান সেই চ্যালেঞ্জই জানিয়েছিল, 

وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ"

‘আর আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব এবং অবশ্যই তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব।’
                     (সূরা : ৪, আন-নিসা : ১১৯)

অতএব, আমাদের উচিত-এসব হারাম কাজ থেকে বিরত থাকা এবং আমাদের পরিবার ও সমাজকে এর আগ্রাসন থেকে মুক্ত রাখা। মহান আল্লাহ আমাদের তাওফীক দান করুন। আমীন।


আরো সংবাদ



premium cement
হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল তিস্তা অববাহিকা বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে : তারেক রহমান গাজায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের সৌদি থেকে আউট পাসে ফেরত আসছেন শত শত বাংলাদেশী জনগণ আন্দোলনের মাধ্যমে এ টি এম আজহারকে মুক্ত করে আনবে : ডা: শফিক তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা দিতে চায় চীন : রাষ্ট্রদূত ওয়েন পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্কে চলতে হবে ভারতের উচিত হাসিনাকে প্রকাশ্যে বিবৃতি দেয়ায় ‘নিষেধ’ করা সব চাপ উপেক্ষা করে জন-আকাক্সক্ষা পূরণের বার্তা নিয়ে ফিরলেন ডিসিরা

সকল