১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

হজ নিবন্ধন শেষ, কোটার ৬২ হাজার খালি

হজ নিবন্ধন শেষ, কোটার ৬২ হাজার খালি - সংগৃহীত

২০২৫ সালের হজ নিবন্ধনের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময় রোববার রাত ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬৫ হাজার ১০৬ হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭৬১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৩৪৫ জন।

সৌদি আরবে সাথে চুক্তি অনুযায়ী আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা রয়েছে। সেই হিসাবে এখনো খালি রয়েছে এখনো ৬২ হাজার ৯২ জনের। যা প্রায় অর্ধেক। যদিও এর সাথে হজ গাইডের সংখ্যা যোগ হবে।

১ সেপ্টেম্বর মাস থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। নিবন্ধনের টানা সাড়ে তিন মাস সময় পেয়েছে হজে যেতে আগ্রহীরা। অথচ দফায় দফা সময় বৃদ্ধি করেও সাড়া মেলেনি হজযাত্রীদের। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এদিকে রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ ডিসেম্বর হজের নিবন্ধনের সময় শেষ হয়েছে। কিন্তু যে সব হজযাত্রীর নিবন্ধনের অর্থ জমাদানের ভাউচার তৈরি করা হয়েছে ও যে সব ভাউচার ব্যাংকে জমাকরণের প্রক্রিয়াধীন রয়েছে, সে সব হজযাত্রীর নিবন্ধনের অর্থ ১৭ ডিসেম্বর জমা দিতে পারবে। তবে নতুন করে কোনো হজযাত্রীর ভাউচার তৈরি করার সুযোগ থাকবে না।

চলতি বছর গত ৩০ অক্টোবর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। ঘোষিত সাশ্রয়ী সাধারণ প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজে (২) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এ হিসাব খাবার ও কোরবানির খরচ ছাড়া।

বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা (খাবার ও কোরবানির খরচ ছাড়া) নির্ধারণ করে দিয়েছে। সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।

পরে ৬ নভেম্বর হাবের বাতিল হওয়ার কমিটি ‘সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দ’ ব্যানারে দুটি প্যাকেজ ঘোষণা করে। খাবার খরচ যুক্ত করে সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।

পরদিন ৭ নভেম্বর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা’ তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। প্রথম প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১৮ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজের মূল্য ৫ লাখ ৮৫ হাজার এবং বিশেষ হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা।


আরো সংবাদ



premium cement
হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল তিস্তা অববাহিকা বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে : তারেক রহমান গাজায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের সৌদি থেকে আউট পাসে ফেরত আসছেন শত শত বাংলাদেশী জনগণ আন্দোলনের মাধ্যমে এ টি এম আজহারকে মুক্ত করে আনবে : ডা: শফিক তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা দিতে চায় চীন : রাষ্ট্রদূত ওয়েন পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্কে চলতে হবে ভারতের উচিত হাসিনাকে প্রকাশ্যে বিবৃতি দেয়ায় ‘নিষেধ’ করা সব চাপ উপেক্ষা করে জন-আকাক্সক্ষা পূরণের বার্তা নিয়ে ফিরলেন ডিসিরা

সকল