১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ইসকন নিষিদ্ধের কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা চলছে’

‘ইসকন নিষিদ্ধের কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা চলছে’ - সংগৃহীত

ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ) নিষিদ্ধ করার কথা বলে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছে সংস্থাটি।

শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলা হয়। এতে সভাপতিত্ব করেন ইসকনের সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস।

সংবাদ সম্মেলনে ইসকন সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারেরও প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধ সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাদের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্যে সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ আচার্য্য বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে ঢালাওভাবে সনাতন ধর্মাবলম্বীদের আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা হচ্ছে।

পাশাপাশি বিভিন্ন অজুহাতে সরকারি চাকরি থেকে সনাতনী সম্প্রদায়কে চাকরিচ্যুত, নতুন সরকারি নিয়োগে ও সংস্কার কমিটিতে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি না থাকা, সরকারি বিভিন্ন দফতরে চাকরিরত সনাতনী সম্প্রদায়ের লোকদের ও সনাতনী সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে ঢালাওভাবে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে বলেও অভিযোগ করেন প্রদীপ।

এ সময় রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বন্ধে সরকারের হস্তক্ষেপ আশা করে সম্মিলিত সনাতন পরিষদ। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় হিন্দুরা বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত বলেও উল্লেখ করেন সংগঠনের নেতারা।


আরো সংবাদ



premium cement
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে’ উত্তরবঙ্গের ৩ বিভাগে কি একজনও যোগ্য লোক নেই : সারজিস তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আমতলীতে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে : সেলিম ভূঁইয়া ট্রাম্পের অধীনে আমেরিকা : যেভাবে দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণ সরবরাহের সুযোগ দিন

সকল